শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী।

সপ্তাহখানেক আগেও তীব্র গরমে নাজেহাল অবস্থা হয়েছিল দক্ষিণবঙ্গবাসীর। শেষমেশ গত সোমবার বৃষ্টি শুরু হয়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার বিস্তীর্ণ অংশে বৃষ্টি হয়। ওই বৃষ্টির পর কিছুটা স্বস্তি মিলেছে। সোমবারের পর থেকেই জেলাগুলি কমবেশি বৃষ্টিতে ভিজেছে। বৃহস্পতিবারও বৃষ্টি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। এখন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হালকা থেকে মাঝারি পরিমাণ হবে। হাওয়া দফতর বাংলার ৯টি জেলায় কালবৈশাখীর জন্য কমলা সতর্কতা জারি করেছে।
কালবৈশাখীর সতর্কতার তালিকায় রয়েছে—কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং বর্ধমান। এই ৯টি জেলার কোনও কোনও এলাকায় ঝড় বইতে পারে বলে হাওয়া দফতর তার পূর্বাভাসে জানিয়েছে। ঝড়ের গতি থাকতে পারতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। শুধু ঝড় নয়, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিও হতে পারে। শুক্রবার দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝোড়ো হাওয়া বইবে। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
আরও পড়ুন:

আপনার হাড় দুর্বল হয়ে গিয়েছে? এই চারটি যোগাসন নিয়মিত করছেন তো?

সামান্য পরিশ্রমেই সারা ক্ষণ ক্লান্ত লাগছে? নিজের অজান্তে শরীরে পিসিওএস বাসা বাঁধেনি তো?

উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে, রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি ক্রমশ কমে আসবে। তবে সোমবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে অল্পবিস্তর বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৭: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—বাইন ও গর্জন

‘এত বড় তারকা হয়েও একটুও বদলাননি’, রজনীকান্ত সাক্ষাতে মুগ্ধ অমিতাভ

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ পারদ ছিল ৩২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২১.৯ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস কম। হাওয়া দফতর জানিয়েছে, আজ শুক্রবার কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। যদিও কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

সরস্বতীর লীলাকমল, পর্ব-২২: সরলাদেবী, এক পণ্ডিত মানুষ

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৮: সকালবেলাই হাঁটতে হবে?

হাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপর আপাতত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যদিও এখন সরে গিয়েছে পূর্ব বাংলাদেশে। আপাতত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উপরে রয়েছে। আবার একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ অসম থেকে উত্তর-পূর্ব রাজস্থান পর্যন্ত। এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও এগিয়ে গিয়েছে। এই দুইয়ের প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির উপযুক্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

Skip to content