রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

উত্তরবঙ্গে বিরাম নেই। ভারী বৃষ্টি চলবে। এমনটাই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের আবহাওয়ার এখনই উন্নতির সম্ভাবনাও নেই। একটানা বৃষ্টিতে পাহাড়ি এলাকার নানা জায়গায় ধস নামার সম্ভাবনাও রয়েছে। চাষের জমিতে ক্ষতি হতে পারে। হাওয়া দফতর দক্ষিণবঙ্গের জন্যও সতর্কতা জারি করেছে। তবে দক্ষিণবঙ্গে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার কমলা সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে । দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর দিনাজপুরেও ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৪২: আর যাহা খাও বাপু বিষমটি খেয়ো না

মহাকাব্যের কথকতা, পর্ব-৬৯: মহাভারতে ছড়িয়ে আছে অসংখ্য আখ্যান-উপাখ্যান, তেমনই একটি সম্বরণ ও তপতীর কাহিনি

উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া পাঁচ জেলাতেই রবিবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে কোনও সতর্কতা জারি নেই। তবে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫৩: মহীয়সী গৃহস্থনারী মা সারদা

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৪: জোড়াসাঁকোয় পাগল-যাচাই

আবহাওয়া দফতর শনিবার দক্ষিণবঙ্গের আটটি জেলায় সতর্কতা জারি করেছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই সতর্কতা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, সর্বত্র বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১: টলস্টয় ও সোফিয়া—প্রেম ও বিবাহ/১

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৫: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— আমুর ও গোশিঙা

এখনই কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, , শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৭.৭ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১.১ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম।
* ক্যাবলাদের ছোটবেলা (kyablader-chotobela): লেখক: ড. অভিষেক ঘোষ (Abhishek Ghosh) সহকারী অধ্যাপক, বাগনান কলেজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ থেকে স্নাতকস্তরে স্বর্ণপদকপ্রাপ্ত। স্নাতকোত্তরের পর ইউজিসি নেট জুনিয়র এবং সিনিয়র রিসার্চ ফেলোশিপ পেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে সাড়ে তিন বছর পূর্ণসময়ের গবেষক হিসাবে যুক্ত ছিলেন। সাম্বপুরাণের সূর্য-সৌরধর্ম নিয়ে গবেষণা করে পিএইচ. ডি ডিগ্রি লাভ করেন। আগ্রহের বিষয় ভারতবিদ্যা, পুরাণসাহিত্য, সৌরধর্ম, অভিলেখ, লিপিবিদ্যা, প্রাচ্যদর্শন, সাহিত্যতত্ত্ব, চিত্রকলা, বাংলার ধ্রুপদী ও আধুনিক সাহিত্যসম্ভার। মৌলিক রসসিক্ত লেখালেখি মূলত: ডিজিটাল প্ল্যাটফর্মে। গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়ে চলেছে বিভিন্ন জার্নাল ও সম্পাদিত গ্রন্থে। সাম্প্রতিক অতীতে ডিজিটাল আর্ট প্রদর্শিত হয়েছে আর্ট গ্যালারিতে, বিদেশেও নির্বাচিত হয়েছেন অনলাইন চিত্রপ্রদর্শনীতে। ফেসবুক পেজ, ইন্সটাগ্রামের মাধ্যমে নিয়মিত দর্শকের কাছে পৌঁছে দেন নিজের চিত্রকলা। এখানে একসঙ্গে হাতে তুলে নিয়েছেন কলম ও তুলি। লিখছেন রম্যরচনা, অলংকরণ করছেন একইসঙ্গে।

Skip to content