ছবি: প্রতীকী।
বাংলা জুড়ে বৃষ্টি চলছে। যদিও আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস নেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। কোনও কোনও এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।
শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এখন সমুদ্রও উত্তাল। তাই উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন:
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৪৬: ম্যাঙ্গো বাইট
গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-৪: যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না?
শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী উত্তরের পাঁচটি জেলায় ভারী হতে পারে। এই জেলাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর। রবিবার পর্যন্ত কোচবিহারে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সোমবার থেকে কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:
মহাকাব্যের কথকতা, পর্ব-৭৪: রাজা দশরথ, রাম, লক্ষ্মণ, সীতা সকলেই কি এক একটি জীবনবোধের প্রতীক?
পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫২: হিতকারী মূর্খ বন্ধুর থেকে একজন পণ্ডিত শত্রু থাকা ভালো
হাওয়া দফতর জানিয়েছে, এখন রাজ্যের উপর একটি মৌসুমি অক্ষরেখা সক্রিয়। মূলত এর প্রভাবেই বৃষ্টি চলবে। আগেই আবহাওয়া দফতর জানিয়েছিল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকায় এখন একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে যা ৩.১ কিলোমিটার উঁচুতে রয়েছে। যদিও ওই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে বাংলাদেশের দিকে এদিয়ে যাচ্ছে। আবার সেটি আগের তুলনায় কিছুটা দুর্বলও হয়ে পড়েছে। এমনিতেই বর্ষার মরসুমে একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে। ঘূর্ণাবর্তের জেরে সেই বৃষ্টি আরও বেড়েছিল।
আরও পড়ুন:
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৯: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—কালি লতা ও পান লতা
বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৫: বার্নার্ড শ ও শার্লটি—যদি প্রেম দিলে না প্রাণে/১
শুক্রবার কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিও পূর্বাভাসও রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩১ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির কাছাকাছি। গতকাল বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ২৮.৩ ডিগ্রি, অর্থাৎ
তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় চার ডিগ্রি সেলসিয়াস কম। আর সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৬.২ ডিগ্রি, অর্থাৎ এই সময়ের নিরিখে তাপমাত্রা প্রায় স্বাভাবিকই।
তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় চার ডিগ্রি সেলসিয়াস কম। আর সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৬.২ ডিগ্রি, অর্থাৎ এই সময়ের নিরিখে তাপমাত্রা প্রায় স্বাভাবিকই।