ছবি: প্রতীকী। সংগৃহীত।
রোদে পুড়তে চলেছে গোটা বাংলা। তীব্র থেকে তীব্রতর হতে চলেছে দহনজ্বালা। রবিবারও গরম থেকে মুক্তি নেই। রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে অতি তীব্র তাপপ্রবাহ চলবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর জন্য দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
আবহাওয়া দফতর শনিবার দুপুরে একটি বুলিটিন প্রকাশ করেছে। তাই বলা হয়েছে, রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গর সব জেলাতেই তীব্র তাপপ্রবাহ চলবে। এর পাশাপাশি ছ’টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই ছয় জেলায় রবিবার পর্যন্ত অতি তীব্র তাপপ্রবাহ চলবে। ওই ছ’টি জেলা হল—পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। এ ছাড়া হাওয়া দফতর তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে কলকাতা, হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান জেলাতেও।
আরও পড়ুন:
হেলদি ডায়েট: হেলদি ডায়েট: পাতিলেবুর গুণেই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবিটিস
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪২: শ্রীমার ভাইপো খুদি
কোনও জায়গার পারদ স্বাভাবিকের থেকে সাড়ে চার ডিগ্রি বেশি তাপমাত্রা থাকলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আবার তাপমাত্রা স্বাভাবিকের থেকে সাড়ে ছয় ডিগ্রি বেশি থাকলে তখন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়। দক্ষিণবঙ্গ জুড়ে রবিবার পর্যন্ত তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে অন্তত সাড়ে চার ডিগ্রি সেলসিয়াস বেশিই হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৪: সুন্দরবনের সুন্দরী গাছ
মুভি রিভিউ: রাজনীতির পটভূমিকায় ‘মহারানি সিজন ১’ টানটান উত্তেজনায় ভরা
আবহাওয়া দফতরের সতর্কবার্তা বলছে, রবিবারের দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। হাওয়া দফতর এও জানিয়েছে, রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি বুধবার পর্যন্ত তেমন কোনও পরিবর্তন হবে না। তাই দক্ষিণবঙ্গ জুড়ে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি এবং নদিয়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি থাকলেও বাংলার বাকি ৯টি জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।