ছবি: প্রতীকী।
তীব্র তাপপ্রবাহে জেরবার অবস্থা বঙ্গবাসীর। পাহাড় ছাড়া প্রায় সর্বত্রই তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। বৃষ্টির আশায় অপেক্ষারত আমজনতা। এই আবহে স্বস্তির বার্তা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আহ্বা দফতর সূত্রের খবর, আগামী দু’-তিন ঘণ্টার মধ্যে দুই মেদিনীপুর বৃষ্টিতে ভিজতে চলেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই ঝোড়ো হাওয়াও বইতে পারে। দুই জেলার মানুষ তীব্র দহনের থেকে কিছুটা রেহাই পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৬: যন্ত্রণাদগ্ধ জ্যোতিরিন্দ্রনাথ রাঁচিতে পেয়েছিলেন সান্ত্বনার প্রলেপ
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৬: সুন্দরবনের লৌকিক চিকিৎসায় ম্যানগ্রোভ—হরগোজা ও কেয়া
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ গত ৭০ বছরের রেকর্ড প্রায় ছুঁয়ে ফেলেছে। হাওয়া দফতর জানিয়েছে, এখনই এই পরিস্থিতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। উলটে শনিবার পর্যন্ত একই রকম পরিস্থিতিই বজায় থাকবে।
আরও পড়ুন:
পঞ্চমে মেলোডি, পর্ব-৬১: হায়রে কালা একি জ্বালা…
হাজার চেষ্টা করেও বাচ্চাকে খাওয়াতে পারছেন না? রইল পাঁচটি পরামর্শ
মঙ্গলবার এবং বুধবার অতি তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। সেই তালিকায় রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং দুই বর্ধমান জেলায়। রাজ্যের অন্য জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। ২ মে বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং দুই বর্ধমান জেলায় তাপপ্রবাহের পরিস্থিতির জন্য লাল সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাতের তাপমাত্রাও ঊর্ধ্বমুখী থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই বর্ধমানে। উত্তরবঙ্গেরও গরম হাত থেকে রেহাই পাচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতি এবং শুক্রবার মালদহ এবং দুই দিনাজপুর জেলায় তাপপ্রবাহ চলবে।
আরও পড়ুন:
প্রচণ্ড গরমে সতর্ক থাকুন প্রবীণেরা, একঝলকে জেনে নিন কী করবেন, কী করবেন না
মহাকাব্যের কথকতা, পর্ব-৬০: আধুনিক ভারতীয় রাজনীতির চালচিত্রে কি দশরথ ও কৈকেয়ীর ছায়া?
৫ মে রবিবার কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে হালকাই হবে। এমনটা জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূ্ত্রে খবর, আগামী রবিবার হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। ৬ মে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মাঝেই মঙ্গলবার দক্ষিণবঙ্গের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ভিজতে চলেছে।