
ছবি: প্রতীকী।
তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। চৈত্রের শুরুতে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলতে পারে। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া গরমও খানিকটা অস্বস্তি বাড়িয়েছে। যদিও স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হতে পারে। ওই বর্ষণের জেরে তাপমাত্রাও কিছুটা কমতে পারে। ফলে স্বস্তি ফিরতে পারে।
আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ হতে পারে। পাশাপাশি অস্বস্তিকর গরমের সতর্কতা রয়েছে দক্ষিণের বাকি জেলাগুলিতে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে গরম কিছুটা কমতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হবে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১০৬: নীল রাত্রি, নীল অন্ধকার

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৫৩: ‘বালক’ পত্রিকার প্রথম সংখ্যাতেই রবীন্দ্রনাথ ‘মুকুট’ লিখতে শুরু করেন
দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। ঘণ্টায় সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হাওয়ার বেগ থাকতে পারে হাওড়া, হুগলি-সহ বাকি জেলায়। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে।
আরও পড়ুন:

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫০: রোজই দেখি আলাস্কা পর্বতশৃঙ্গের বাঁ দিকের চূড়া থেকে সূর্য উঠতে

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৮৯: উদ্বোধনের ঠাকুরঘরে মা সারদার সঙ্গে স্বামী অরূপানন্দের কথোপকথন
আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, গতকাল রবিবারের চেয়ে আজ সোমবার তাপমাত্রা খানিক কমেছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৫.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৫.৭ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রায় তেমন বদল হবে না। তবে তার পর থেকে আগামী চার দিনে তাপমাত্রার পারদ ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯২: দুর্গা টুনটুনি

উত্তম কথাচিত্র, পর্ব-৬৮: দুর্গম গিরি কান্তার ‘মরুতীর্থ হিংলাজ’
শুধু দক্ষিণবঙ্গে নয়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। এই দার্জিলিং এবং কালিম্পঙে জেলায় আবার সপ্তাহের শেষে শনিবার এবং রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় তাপমাত্রা মূলত শুকনোই থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।