মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

শনিবারের গরমের মধ্যেই ভালো খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। একটি তার পূর্বাভাসে জানিয়েছে, শনিবার কলকাতা এবং দক্ষিণ বঙ্গের একটি জেলায় বৃষ্টি শুরু হতে পারে। সন্ধে ৭টার মধ্যে যেকোনও সময়ই বৃষ্টি নামতে পারে। সঙ্গে বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ৩০-৪০ কিলোমিটার।
আলিপুর আবহাওয়া দফতর বিকেল ৪টে ৫০ মিনিটে ঝড়বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে। ওই সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী ২-১ ঘণ্টার মধ্যে কলকাতা এবং উত্তর ২৪ পরগণার কোনও কোনও এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হতে পারে। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৬৪: জঙ্গল বিপদে আছে…

রহস্য উপন্যাস: হ্যালো বাবু! পর্ব-২৯: ঘুমের ওষুধ কি সিন্নিতে মেশানো ছিল?

সম্প্রতি বজ্রপাতে বাংলায় একাধিক জনের মৃত্যু হয়েছে। তাই আলিপুর আবহাওয়া দফতর কলকাতা এবং উত্তর ২৪ পরগণা— দুই জেলাকেই সতর্ক করেছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হাওয়া দফতর পরামর্শ দিয়েছে, দুর্যোগের সময় বাড়ির ভিতরে বা নিরাপদ আশ্রয়ে থাকার। তবে আবহাওয়া দফতর এও জানিয়েছে, এই বৃষ্টির তীব্রতা খুব বেশি হবে না।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৭: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—বাইন ও গর্জন

উত্তম কথাচিত্র, পর্ব-৬৩: বাবু ডাক্তার ও ‘ডাক্তারবাবু’

তবে শনিবার এবং রবিবার কলকাতায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই নিম্নচাপ অঞ্চল তৈরি হলে সেখান থেকে দক্ষিণবঙ্গে নিম্নচাপও তৈরি হতে পারে। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ তৈরির আগেই সোমবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, শনিবার কলকাতার আকাশ কিছুটা মেঘলাই থাকবে। সঙ্গে অস্বস্তিকর গরম অনুভূত হবে। আর্দ্রতার জেরে ঘামও বেশি হবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৮ ডিগ্রি থাকতে পারে। আর সর্বনিম্ন পারদ ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৭: কবির জন্মদিনে প্রিয়জনের উপহার

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪৫: কথার কথা মা নয়—সত্য জননী

এদিকে হাওয়া অফিস জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে গরমের অস্বস্তি বজায় থাকবে। বাড়বে তাপমাত্রাও। তবে রবিবার দক্ষিণবঙ্গের এই ১০ জেলায় বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের ওই ১০টি জেলা হল—উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এই ১০ জেলায় হালকা বৃষ্টি হলেও গরম তেমন কমবে না। তবে সোমবার থেকে স্বস্তি ফিরবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টি চলতে পারে। এর জেরে তাপমাত্রার পারদও কমবে।

উত্তরবঙ্গে শনিবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হচ্ছে। শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঝোড়ো হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার।
আরও পড়ুন:

যত অশান্তি চিনি নিয়ে! তাহলে কি জীবনে থেকে মিষ্টিকে বাইবাই করে দিতে হবে?

গন্ধ শুঁকে পাকা আম কিনছেন? কী করে বুঝবেন কার্বাইডে পাকানো কি না?

আলিপুর আবহাওয়া দফতর বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। আগামী ২৩ মে-র মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী আন্দামান সাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। ওই অঞ্চলে নিম্নচাপ তৈরি হলে তা ক্রমশ ঘনীভূত হয়ে ধীরে ধীরে উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগিয়ে যেতে পারে। আর এই নিম্নচাপের জেরেই গাঙ্গেয় বঙ্গে বৃষ্টি হতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে কিনা, নজর রাখছে আবহাওয়া দফতর।
* ধারাবাহিক উপন্যাস (novel): পিশাচ পাহাড়ের আতঙ্ক (Pishach paharer atanka) : কিশলয় জানা (Kisalaya Jana) বাংলা সাহিত্যের অধ্যাপক, বারাসত গভর্নমেন্ট কলেজ।

Skip to content