ছবি: প্রতীকী। সংগৃহীত।
কলকাতা এবং দক্ষিণবঙ্গবাসীদের এখনই অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি নেই। কারণ আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের এমনই পূর্বাভাস। আগামী রবিবার পর্যন্ত বাংলার ৯টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
ওই ৯টি জেলার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির পূর্বাভাস নেই। আবার তাপমাত্রার পারদ কমবে এমন সম্ভাবনার কথাও শোনায়নি আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও শনিবার থেকে বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া দফতর।
আরও পড়ুন:
এসি চালিয়েও কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করবেন? জেনে নিন এসি-র খুঁটিনাটি
গরমে প্রচুর ঘাম হয়? এমন দিনে শরীরে জলের জোগান ঠিক রাখতে এই ৫ ফল খান
এই নয় জেলা হল পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টিপাত কিংবা তাপমাত্রা হ্রাসের কোনও সুখবর শোনায়নি হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে দহনজ্বালা চললেও উত্তরবঙ্গের দুই জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। শনিবার থেকে উত্তরের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
জল ঠিক মতো খাওয়া হচ্ছে না? শরীর কিন্তু নিজেই জানিয়ে দেবে, কোন ৫ উপসর্গে একদমই অবহেলা নয়?
রক্ত পরীক্ষার না করেই কী ভাবে বুঝবেন ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়েছে কি না?
বুধবার কলকাতার সর্বোচ্চ পারদ ছিল ৩৭.১ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৭.৭ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।