ছবি: প্রতীকী। সংগৃহীত।
মঙ্গলবার সন্ধ্যায় ঝাঁপিয়ে বৃষ্টির জেরে বদলে গিয়েছে তাপমাত্রা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৯.৮ ডিগ্রি। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। মঙ্গলবারের সন্ধ্যায় ঝড়বৃষ্টির পরে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে গিয়ে দাঁড়িয়েছে ২১.৭ ডিগ্রিতে। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি কম। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সোমবারের থেকেও তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস কমেছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে চলতি সপ্তাহের শনিবার পর্যন্তই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনাই বেশি। শুক্রবার ঝড়বৃষ্টি হতে পারে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনায়। শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আবার নদিয়া এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন:
‘এত বড় তারকা হয়েও একটুও বদলাননি’, রজনীকান্ত সাক্ষাতে মুগ্ধ অমিতাভ
রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৩০: এই রাত তোমার আমার…
ঝড়বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের একাধিক জেলাতেও রয়েছে। হাওয়া দফতর এখনই তীব্র দহনের কোনও আশঙ্কার পূর্বাভাস দেয়নি। হাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের এক দিকে বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আর একটি ঘূর্ণাবর্ত মধ্যপ্রদেশের উপরে রয়েছে। এই দুই ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে গাঙ্গেয় বঙ্গের পরিমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। তাই এমন ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৭: কবির জন্মদিনে প্রিয়জনের উপহার
কোলেস্টেরলের মাত্রা বেড়েছে কি না বুঝবেন কী করে? চোখ, পা, ত্বকের এই সব লক্ষণ দেখলেই সতর্ক হন
এদিকে গত সোমবারের প্রবল ঝড়বৃষ্টির জেরে কোনও কোনও এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। এ নিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার বিদ্যুতের ছেঁড়া তারে হাত লেগে উত্তর ২৪ পরগনায় এক ব্যক্তির মৃত্যুও হয়েছে। মৃতের নাম স্বরূপনগরে অশোক দাস (৬০)। আবার তীব্র শুষ্ক দহনের জেরে একাধিক জায়গায় আনাজ চাষেরও বেশ ক্ষতি হয়েছিল। এই বৃষ্টিতে সেই ক্ষতি কিছুটা সামলে নেওয়া যাবে বলে মনে করছেন কৃষকদের একাংশ।
আরও পড়ুন: