ছবি: প্রতীকী। সংগৃহীত।
স্বস্তি বদলে যাবে অস্বস্তিতে! এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রার পারদ ২ থেকে ৪ ডিগ্রি বেড়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ মঙ্গলবার বাংলার পশ্চিমের কয়েকটির জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তার পরে আর বৃষ্টি হবে না, এমনটাও জানিয়েছে হাওয়া দফতর।
সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অল্প হলেও তাপমাত্রার পারদ কমেছিল। তবে উপকূলবর্তী অঞ্চলে তাপমাত্রা বেড়েছিল। তীব্র তাপপ্রবাহ চলেছিল দিঘায়। মঙ্গলবার কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলায় গরম থাকলেও কষ্ট কিছুটা কম ছিল। হাওয়া দফতর জানিয়েছে, মেঘলা থাকায় রাজ্যের পশ্চিমাংশে গরম কিছুটা কম ছিল। তবে আকাশ পরিষ্কার হলে আবার গরম বৃদ্ধি পাবে। হাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা বাড়ার মূল কারণ হল শুষ্ক পশ্চিমা এবং উত্তর-পশ্চিমা বায়ুর প্রভাব। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী এক দু’দিনের মধ্যে কলকাতার পারদ ৪০ ডিগ্রির সীমা ছাড়িয়ে যাবে। পাশাপাশি বৃদ্ধি পাবে তাপপ্রবাহ। তাপপ্রবাহের তীব্রতা ২৫ এপ্রিল, বৃহস্পতিবার থেকে ২৭ এপ্রিল, শনিবার পর্যন্ত বজায় থাকবে।
আরও পড়ুন:
কোলেস্টেরলের মাত্রা বেড়েছে কি না বুঝবেন কী করে? চোখ, পা, ত্বকের এই সব লক্ষণ দেখলেই সতর্ক হন
ঘুম থেকে উঠেই জল খান? কিন্তু বহু দিনের এই অভ্যাস কি আদৌ স্বাস্থ্যের জন্য ভালো?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলায় মঙ্গলবার থেকে শনিবার তাপপ্রবাহ চলবে। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুরে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহ হতে পারে পশ্চিম মেদিনীপুরে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দুই জেলাতেই লাল সতর্কতা জারি করা হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার বাঁকুড়া, পশ্চিম বর্ধমানেও তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার এবং শনিবার দুই মেদিনীপুর, দুই বর্ধমান, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, হুগলিতে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। হাওয়া দফতর ওই সব জেলাগুলির মানুষজনকে সতর্ক করেছে। দক্ষিণবঙ্গের নয় জেলাতেও শুক্রবার এবং শনিবার এই দুই দিন তাপপ্রবাহ চলবে।
আরও পড়ুন:
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৪: সুন্দরবনের সুন্দরী গাছ
মুভি রিভিউ: রাজনীতির পটভূমিকায় ‘মহারানি সিজন ১’ টানটান উত্তেজনায় ভরা
মঙ্গল এবং বুধবার উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুর তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। দুই জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলতে পারে। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দফতর বঙ্গবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে। খুব দরকার ছাড়া দুপুরে বেরোতে মানা করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে প্রচুর জল খাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।