বুধবার ৩ জুলাই, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

স্বস্তির আবহাওয়া আর মাত্র দু’দিন! তার পরেই রাজ্য থেকে আপাতত বিদায় নেবে ঝড়বৃষ্টি। ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। সোমবার আলিপুর আবহাওয়া দফতর এমনটাই জানিয়েছে। হাওয়া দফতর জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি পরিমাণ। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।
বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকেই বিদায় নেবে ঝড়বৃষ্টি। তবে বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে। শুক্রবার থেকে ওই জেলাগুলিতেও বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। হাওয়া দফতর এ-ও জানিয়েছে, সোমবার কলকাতার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রির আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রির দোরগোড়ায় থাকবে।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৬২: বুক ভরা মোর কান্না দিয়ে দিলাম চিঠি লিখে…

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২২: সরলাদেবী, এক পণ্ডিত মানুষ

বঙ্গবাসীর মনে এখন এটাই প্রশ্ন, তা হলে কি ঝড়বৃষ্টি আপাতত শেষ? আবার গরমের জেরে জেরবার অবস্থা হবে? শুরু হবে তাপপ্রবাহ? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে রাজ্যের তাপমাত্রা একটু একটু করে বাড়বে। তবে আবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে কি না, আবহাওয়া দফতর এ নিয়ে এখনই কোনও পূর্বাভাস দেয়নি।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৬৩: বাবু ডাক্তার ও ‘ডাক্তারবাবু’

মহাকাব্যের কথকতা, পর্ব-৬২: ক্রৌঞ্চবধের বিষাদ কী ছেয়ে আছে রামায়ণের প্রেক্ষাপট?

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুর বাদে বাকি সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। আগামী রবিবারের পর থেকে বৃষ্টির রেশ কমতে পারে বলে জানানো হয়েছে।

Skip to content