ছবি: প্রতীকী। সংগৃহীত।
অবশেষে দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস। শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহে ইতি ঘটবে। ঝড়বৃষ্টি হতে পারে সোমবার থেকে। বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকছে বলেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, জানিয়েছে হাওয়া অফিস।
অবশেষে স্বস্তির বার্তা। দক্ষিণবঙ্গের জন্য হাওয়া বদলের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শনিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহে ইতি ঘটবে। এমনকি সোমবার থেকে বৃষ্টিও হতে পারে। বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে। তাই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের প্রায় সব ক’টি জেলাতেই সোমবার থেকে ঝড়বৃষ্টি শুরু হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। এর জেরে তাপমাত্রাও কমবে। আবহবিদেরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহে তাপমাত্রা অন্তত ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৬: যন্ত্রণাদগ্ধ জ্যোতিরিন্দ্রনাথ রাঁচিতে পেয়েছিলেন সান্ত্বনার প্রলেপ
কোলেস্টেরলের মাত্রা বেড়েছে কি না বুঝবেন কী করে? চোখ, পা, ত্বকের এই সব লক্ষণ দেখলেই সতর্ক হন
গোটা দক্ষিণবঙ্গ গত কয়েক দিনে গরমের দাপটে জেরবার হয়েছে। তাপমাত্রা লাগাতার ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। কলাইকুন্ডায় ৪৫ ডিগ্রির গণ্ডিও ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা। আবহাওয়া দফতর জানিয়েছে, ৫ মে রবিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহ চলবে। যদিও শনিবার থেকে তাপপ্রবাহ হবে না কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং দুই ২৪ পরগনায়।
আরও পড়ুন:
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৩৮: স্বপনদোলা নাচিয়ে আয়
জাপানি রেইকি কী? এই থেরাপি কীভাবে রোগ নিরাময় সাহায্য করে?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে সমুদ্রে আবহাওয়া খারাপ হওয়ার পূর্বাভাস রয়েছে। তাই ৬ সোমবার এবং ৭ মে মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। দক্ষিণের সব জেলায় সোমবার থেকে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টি হবে। একটানা দহনজ্বালার পরে হাওয়া দফতরের এমন পূর্বাভাসে সোমবারের অপেক্ষায় রয়েছেন বঙ্গবাসী।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকেই ঝড়বৃষ্টি হওয়ার কথা। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে এখনই বৃষ্টির পূর্বাভাস নেই।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকেই ঝড়বৃষ্টি হওয়ার কথা। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে এখনই বৃষ্টির পূর্বাভাস নেই।