ছবি: প্রতীকী।
তীব্র গরমের হাত থেকে নববর্ষের দিন রেহাই পাওয়া যাবে না। কারণ নববর্ষের আগে থেকে রাজ্যের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী কয়েক দিনে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর।
শনিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান হালকা বৃষ্টিতে ভিজলেও ভিজতে পারে। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের আরও কোনও জেলায় বৃষ্টিপাত হবে না বলেই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকেই বাংলার তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করবে। সর্বোচ্চ পারদ থাকবে ৩৬ ডিগ্রির আশপাশে। আগামীকাল রবিবার তাপমাত্রার পারদ আরও কিছুটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে এখন শুকনো আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:
রাতভর পার্টি, শাহরুখ-পুত্র আরিয়ানকে দেখে কী করলেন ব্রাজিলের এই সুন্দরী?
দীর্ঘদিন পিঠের যন্ত্রণায় ভুগছেন? মুশকিল আসানে রইল ১০টি ঘরোয়া টোটকা
হাওয়া দফতরের বক্তব্য, শনিবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে। আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের এই তিন জেলায় বৃষ্টি চলবে। আবার আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের সব ক’টি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।