মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

আবার গরম পড়তে চলেছে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। হাওয়া দফতর, সাধারণ মানুষকে গরমের হাত থেকে বাঁচতে সতর্কও করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার কলকাতায় সর্বনিম্ন পারদ ছিল ২৬.৮ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ছিল।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় বঙ্গে আগামী পাঁচ দিনে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ বাড়বে। আগামীকাল থেকে অর্থাৎ ১৫ এপ্রিলের পর থেকে ক্রমশ গরম এবং অস্বস্তি বাড়তে থাকবে। আবহবিদের পরামর্শ, সম্ভব হলে রোজ দিন সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়িতেই থাকুন। আর বাড়ির বাইরে যদি বেরোতেই হয়, তাহলে উপযুক্ত সতর্কতামূলক ব্যবস্থা সঙ্গে রাখা দরকার।
আরও পড়ুন:

গরমের দিনে ত্বকের যত্নে বেসন কী ভাবে ব্যবহার করবেন?

মুভি রিভিউ: ভোটের বাজারে জমে যাবে ম্যাডাম চিফ মিনিস্টার

তবে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বৃষ্টিও হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। শনিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। বুধবার পর্যন্ত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও বৃষ্টি হতে পারে।

Skip to content