শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

ফের বাড়ল কলকাতার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, সোমবার শহরের সর্বনিম্ন পারদ ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
গতকাল রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিক। এদিন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে সোমবার তাপমাত্রা বেড়ে গিয়েছে ২ ডিগ্রি সেলসিয়াস! সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম থাকতে পারে হাওয়া অফিস জানিয়েছে।
আরও পড়ুন:

বিশ্ব চ্যাম্পিয়ন হয়েই অবসর? স্বপ্ন পূরণের পরে মুখ খুললেন এল এম টেন, কী বললেন মেসি?

বাড়িতেই চিকেন ভর্তা বানাতে চান? জেনে নিন সহজ রেসিপি

তবে আবহাওয়া দফতর এও জানিয়েছে, তাপমাত্রা বাড়লেও ঠান্ডার আমেজে বজায় থাকবে। আজ সোমবার সকালে কলকাতার একাধিক হালকা কুয়াশা দেখা গিয়েছে। ভোরের দিকে শীতের আমেজও ছিল। তবে শুধু শহর নয়, বাংলার জেলাগুলিতেও জোরদার ঠান্ডা অনুভূত হচ্ছে। রাজ্য জুড়ে শীতের আমেজ। সোমবার কলকাতার আকাশ থাকবে পরিচ্ছন্ন থাকবে। আপাতত রাজ্যের এখন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আরও পড়ুন:

রুমা দেবী—তিরিশ হাজার মহিলার ভাগ্য পরিবর্তনের কান্ডারি তিনি

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৪: কবির দরজা সাধারণজনের জন্য সারাক্ষণই খোলা থাকত

তাপমাত্রা বাড়ার কারণ কী?
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জন্য বাংলায় উত্তুরে হাওয়া ঠিক মতো ঢুকতে পারেনি। এর জন্য পারদ ঊর্ধ্বমুখী হয়েছে। যদিও আগামীকাল মঙ্গলবার থেকে আবার তাপমাত্রা কমবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

Skip to content