শুক্রবার ৫ জুলাই, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃহস্পতিবারও বৃষ্টি চলতে পারে। তবে এর জন্য ঠান্ডা ঠান্ডা অনুভূতি হলেও, তা স্থায়ী হবে না। এ নিয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষণ কমলেই আবার তাপমাত্রা বাড়তে পারে। দিনের তাপমাত্রার পারদ ছয় থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পেতে পারে বলে হাওয়া দফতরের পূর্বাভাস।
হাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে উত্তর-পূর্ব ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তাই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে হালকা থেকে মাঝারি পরিমাণ হবে। তবে শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ২১.১ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম। যদিও তাপমাত্রা কমার জন্য এই ঠান্ডার আমেজ স্থায়ী হচ্ছে না।
আরও পড়ুন:

ওজন বেড়ে চলার দায় শুধু খাবারের উপর না চাপিয়ে লাগাম দিন এই ৫ অভ্যাসে

রাতে কি মুখ ধুয়েই ঘুমোতে যান? এই ৫ ভুল করলেই কিন্তু বারোটা বাজবে ত্বকের

শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূ্র্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। দক্ষিণের অন্য জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। শনিবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং বীরভূমে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি কমলেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে শুরু করবে। হাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা ছয় থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আর পরের দু’দিন তাপমাত্রার পারদের তেমন পরিবর্তন হবে না।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-৫০: অর্ধশতাব্দী ছুঁলো ‘অমানুষ’

‘তুমি খুব খারাপ অভিনয় করো’! মনীষাকে কেন বলেছিলেন বিধু বিনোদ চোপড়া?

বৃহস্পতি থেকে শনিবার উত্তরবঙ্গের সব ক’টি জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। আগামী রবিবার মালদহ এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। এমন কি আগামী সোমবারও উত্তরবঙ্গের আট জেলা বৃষ্টিতে ভিজতে পারে।

Skip to content