সোমবার ১ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

অবশেষে স্বস্তি। ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। শুক্রবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় বৃষ্টি শুরু হয়েছে। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। তবে কলকাতায় বৃষ্টি খুব বেশি হয়নি। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আপাতত রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে।
শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন ভারী বৃষ্টি হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে। শনিবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলি হল— দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। উত্তরবঙ্গে আপাতত টানা বৃষ্টিপাত চলবে বলেই আবহাওয়া দফতর জানিয়েছেন।
আরও পড়ুন:

আখের রস না ডাবের জল, কোন পানীয়তে পাওয়া যাবে বেশি পুষ্টি

মহাকাব্যের কথকতা, পর্ব-৬৮: আনন্দের নির্বাসন থেকে উত্তরণের উপায়?

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার সকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫১: জয়রামবাটির যথার্থ রক্ষয়িত্রী

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৮: জ্ঞানদানন্দিনী দেবী—উনিশ শতকের বলিষ্ঠ লেখক এবং সমাজসংস্কারক

আলিপুর আবহাওয়া দফত্রব জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই তিন জেলা হল— দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। এই তিন জেলার কিছু এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। রবিবার পর্যন্ত কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি পরিমাণ হতে পারে। এর জেরে কিছুটা তাপমাত্রাও কমবে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৭১: সাইকেল ও জীবন

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৩৫: কী যে করি করি ভেবে মরি মরি

উল্লেখ্য, দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ের প্রায় ১১ দিন পর বর্ষা ঢুকেছে। যদিও এর পরেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বর্ষা এলেও ছিটেফোঁটা হচ্ছিল কোনও কোনও জায়গায়। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ইতিমধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা নিম্নচাপে পরিণত হলেও হতে পারে। এর জেরে সপ্তাহান্তে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যদিও এই বৃষ্টি বেশি দিন স্থায়ী হবে না।

Skip to content