শনিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৫


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

স্বস্তির খবর। আর মাত্র দু’দিনের অপেক্ষা। সোমবার থেকেই সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। যদিও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রবিবার থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে শনিবার এবং রবিবার কলকাতায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই নিম্নচাপ অঞ্চল তৈরি হলে সেখান থেকে দক্ষিণবঙ্গে নিম্নচাপও তৈরি হতে পারে। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ তৈরির আগেই সোমবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, শনিবার কলকাতার আকাশ কিছুটা মেঘলাই থাকবে। সঙ্গে অস্বস্তিকর গরম অনুভূত হবে। আর্দ্রতার জেরে ঘামও বেশি হবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৮ ডিগ্রি থাকতে পারে। আর সর্বনিম্ন পারদ ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৬৩: আমার মালতী লতা কী আবেশে দোলে…

দশভুজা, সরস্বতীর লীলাকমল, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৩: তরু দত্ত— এক আনন্দ বিষাদের তরুলতা

হাওয়া অফিস জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে গরমের অস্বস্তি বজায় থাকবে। বাড়বে তাপমাত্রাও। তবে রবিবার দক্ষিণবঙ্গের এই ১০ জেলায় বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের ওই ১০টি জেলা হল—উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এই ১০ জেলায় হালকা বৃষ্টি হলেও গরম তেমন কমবে না। তবে সোমবার থেকে স্বস্তি ফিরবে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৬৩: বাবু ডাক্তার ও ‘ডাক্তারবাবু’

মুভি রিভিউ: দ্য ওয়েডিং গেস্ট—অনাহুত গেস্ট দেব স্বয়ং অপহরণ করলেন কনে রাধিকাকে

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টি চলতে পারে। এর জেরে তাপমাত্রার পারদও কমবে।

উত্তরবঙ্গে শনিবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হচ্ছে। শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঝোড়ো হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার।
আরও পড়ুন:

আপনার লুকে কেমন সানগ্লাস মানানসই জানেন?

বেশির ভাগ সময়েই এসি ঘরে কাটে? এই ৫টি রোগ কিন্তু নিঃশব্দে বেড়ে চলেছে, জানতেন?

আলিপুর আবহাওয়া দফতর বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। আগামী ২৩ মে-র মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী আন্দামান সাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। ওই অঞ্চলে নিম্নচাপ তৈরি হলে তা ক্রমশ ঘনীভূত হয়ে ধীরে ধীরে উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগিয়ে যেতে পারে। আর এই নিম্নচাপের জেরেই গাঙ্গেয় বঙ্গে বৃষ্টি হতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে কিনা, নজর রাখছে আবহাওয়া দফতর।

Skip to content