
ছবি: প্রতীকী।
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, কলকাতায় ঝড়বৃষ্টি হতে পারে। বুধবার সকাল থেকেই কলকাতার আকাশও ছিল আংশিক মেঘলা। বুধবার হাওয়া দফতর জানিয়েছে, বাংলার প্রায় সব জেলাতেই শুক্রবার পর্যন্ত কমবেশি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি মিলবে। কারণ পরের পাঁচ দিন বেশির ভাগ জেলাতেই গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
এখন বাংলায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। তাই বাংলা জুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গের বেশির ভাগ জেলায় আগামী কয়েক দিনে দুর্যোগের আশঙ্কা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১১৬: শান্তিনিকেতনে কবির প্রথম জন্মোৎসব

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১৭: একাকিত্বের অন্ধকূপ/২: অন্ধকারের উৎস হতে
আজ বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। শুক্রবার পর্যন্ত এমনই চলবে। তবে আগামী রবি-সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে বলে জানিয়ে হাওয়া দফতর।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১৫: গেমপ্ল্যান

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৯: বসন্ত-বৌরি
হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্তত ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।