শনিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৫


কলকাতায় বৃষ্টি

ছবি প্রতীকী। সংগৃহীত।

এক দিনের ঝড়বৃষ্টিতে কলকাতায় তাপমাত্রা কমে গিয়েছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আরও কয়েক দিন এ ভাবে বৃষ্টি চলবে। শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। কলকাতার জন্যও সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, কলকাতাতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
গতকাল বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ২৩.৪ ডিগ্রি। আজ শুক্রবার আরও কমেছে। তাপমাত্রা এক ধাক্কায় নেমে হয়েছে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম ছিল। আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কমবেশি পাঁচ দিন তাপমাত্রা এমন থাকতে পারে। বড় কোনও বদল হবে না।
আরও পড়ুন:

আমি বনফুল গো: তিনিই ছিলেন ভারতীয় ছবির প্রথম সিঙ্গিং সুপারস্টার/১

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৭৩: ভাগ্যের দোহাই দিয়ে হাত-পা গুটিয়ে বসে থাকা যায় না

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। যদিও শনিবার এবং রবিবার শহর এবং শহরতলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার এবং রবিবার এই দু’দিন কলকাতায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১০৩: গ্রহের ফের

উপন্যাস: আকাশ এখনও মেঘলা/৫

প্রায় একই পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। সেই তালিকায় আছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ। কমলা সতর্কতা জারি করা হয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায়। এই আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে বেশি। এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে জানানো হয়েছে। তবে আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া-আসা নিয়ে কোনও সতর্কতা জারি করা হয়নি।
আরও পড়ুন:

গল্পবৃক্ষ, পর্ব-১৭: কুক্কুটজাতক-চিনে নাও বন্ধু কে?

উত্তম কথাচিত্র, পর্ব-৬৭: উত্তরণ-অবতরণ শেষে স্বপ্নের ‘সূর্যতোরণ’

শুধু দক্ষিণবঙ্গে নয়, বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গেও তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content