শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

মৌসম ভবনের ক্যালেন্ডার বলছে বর্ষা এসে গিয়েছে। যদিও আবহাওয়ায় তার আভাস নেই। গত কয়েক দিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরমে জেরবার অবস্থা। বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলছে। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রির সিমার ছাড়িয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে স্বস্তির বার্তা শুনিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। কোনও কোনও এলাকায় হাওয়ার বেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। যদিও হাওয়া দফতর জানিয়েছে, অসহনীয় গরমের হাত থেকে এখনই মুক্তি মিলবে না। গরম কমতে আরও দু’দিন সময় লাগবে। কারণ, শুক্রবার বৃষ্টির সঙ্গে সাতটি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহ হতে পারে। এর মধ্যে কয়েকটি জেলায় শনিবারও তাপপ্রবাহ হতে পারে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৪০: সকালবেলা সাইকেল চড়ে

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯১: এক আলমারি বই : রাণুর বিয়েতে কবির উপহার

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দিনের বেলা তাপপ্রবাহ হলেও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে মতো জেলাগুলিতে বিকেলের দিকে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারের পর থেকে বাংলার আর কোথাও তাপপ্রবাহের পূর্বাভাস নেই, এমনটাই জানিয়েছে হাওয়া দফতর। আগামী রবিবার আর ভ্যাপসা গরমের সঙ্গে অস্বস্তি থাকবে না। এর পর থেকে সর্বত্রই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫১: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—পশুর, ধুধুল ও হাবল

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪৯: রসিক স্বভাব মা সারদা

এদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি অন্যরকম। এখানে আগেই বর্ষা ঢুকে পড়েছে। গত কয়েক দিন উত্তরের জেলাগুলিতে প্রবল বৃষ্টি চলছে। উত্তের বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পরিস্থিতিও রয়েছে। টানা বৃষ্টিতে পাহাড়ে আনান জায়গায় ধসও নেমেছে। সিকিমে অনেক পর্যটক পর্যটক আটকেপড়েছেন। পাশাপাশি তিস্তার জলও ক্রমশ বাড়ছে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৪৬: রাজার নিয়ন্ত্রণহীন অনুচরেদের কুকর্মের দায় রাজাকেই নিতে হয়

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৩: এক্সপায়ারি ডেটের ওষুধ খাবেন?

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পঙ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং এবং কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বৃষ্টি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এই পাঁচ জেলায় বৃষ্টি হতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত।

Skip to content