
ছবি: প্রতীকী।
অসহনীয় গরম থেকে কিছুটা স্বস্তি পেতে চলেছেন বঙ্গবাসী। আগামী কয়েক দিন কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রপাতের সতর্কতার কথাও জানানো হয়েছে। হাওয়া দফতর তার পূর্বাভাসে জানিয়েছে, কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে এবং ভারী বৃষ্টিও হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের কথায়, এই মুহূর্তে উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেটি সক্রিয়ই রয়েছে। আর এই উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত সক্রিয় হয়েছে একটি একটি অক্ষরেখাও। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করছে। সব মিলিয়ে বাংলার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

হ্যালো বাবু! পর্ব-৮১: অনুসরণ/২

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১৭: একাকিত্বের অন্ধকূপ/২: অন্ধকারের উৎস হতে
হাওয়া দফতরের রিপোর্ট বলছে, শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে এই ছয় জেলায় ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঝোড়ো হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। রবিবারও বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তালিকায় রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং উত্তর ২৪ পরগনা জেলা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাত এবং ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৭৮: রক্তে ভেজা মাটিতে গড়ে ওঠে সত্যিকার প্রাপ্তি

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৩: একটি হিংসা অনেক প্রতিহিংসা, জিঘাংসা, হত্যা এবং মৃত্যুর কারণ হয়ে ওঠে সর্বত্র
উত্তরবঙ্গেও ষ্টির সতর্কতা রয়েছে। এর মধ্যে শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙে। উত্তর দিনাজপুর এবং মালদহ জেলার বিস্তীর্ণ অংশে। পাশাপাশি এই দুই জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া দফতর। বুধবার আবার দার্জিলিঙে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৭: শ্রীমার কথায় ‘ঠাকুরের দয়া পেয়েচ বলেই এখানে এসেচ’

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৫: সর্বত্র বরফ, কোত্থাও কেউ নেই, একেবারে গা ছমছম করা পরিবেশ
আলিপুর আবহাওয়া দফতর, বজ্রপাত এবং ঝড়ের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে। আগামী ২৪ ঘণ্টা রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রার তেমন হেরহের হবে না। যদিও তার পর থেকে তিন দিন ধরে তাপমাত্রার পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে।