ছবি: প্রতীকী। সংগৃহীত।
তীব্র গরমের থেকে মুক্তি দিয়েছে সোমবার সন্ধ্যার বৃষ্টি। কলকাতা-সহ বেশির ভাগ জেলাতেই বৃষ্টি হয়েছে। কোথাও মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে বয়েছে ঝোড়ো হাওয়াও। সোমবার সন্ধ্যার এই বৃষ্টিতে শুধু কলকাতাতেই সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের ৫ ডিগ্রি সেলসিয়সা নীচে নেমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ মঙ্গলবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি চলবে। সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় রয়েছে ১১টি জেলা। সেই জেলাগুলিতে আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশ এবং আশপাশের অঞ্চলের আকাশে সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যটি অবস্থান করছে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলে। আর সেটিও সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার উঁচুতে রয়েছে। আগেই দক্ষিণ ঝাড়খণ্ড থেকে পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা ছিল। পরে সেটি আরও বড় হয়ে উত্তর ওড়িশা থেকে দক্ষিণ-পূর্ব রাজস্থান পর্যন্ত বিস্তৃত হয়েছে। অক্ষরেখাটি ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশের উপর দিয়েও গিয়েছে। এ সবের প্রভাবেই রাজ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে। এর প্রভাবে মঙ্গলবারও বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:
‘এত বড় তারকা হয়েও একটুও বদলাননি’, রজনীকান্ত সাক্ষাতে মুগ্ধ অমিতাভ
রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৩০: এই রাত তোমার আমার…
মঙ্গলবার কলকাতার আকাশ মেঘাচ্ছন্নই থাকবে। কলকাতায় মঙ্গলবারও বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রির কাছাকাছি। আর সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ২৯.৮ ডিগ্রি। সোমবার সন্ধ্যায় বৃষ্টির পর তা নেমে হয় ২১.৭ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, গতকাত সোমবার সন্ধ্যা সাতটা থেকে রাত ন’টা অবধি তপসিয়ায় ৬০, পামারবাজারে ৪৯, ধাপা ৬৪, বালিগঞ্জে ৮৭, মানিকতলায় ৫৭, উল্টোডাঙায় ৫০, ঠনঠনিয়ায় ৩৯, বীরপাড়ায় ৪৬, দত্তবাগানে ৫৯, বেহালায় ৬০.৮, পোদিরহাটিতে ৫৭, জিঞ্জিরাবাজারে ৫৩ এবং গার্ডেনরিচে ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৭: কবির জন্মদিনে প্রিয়জনের উপহার
কোলেস্টেরলের মাত্রা বেড়েছে কি না বুঝবেন কী করে? চোখ, পা, ত্বকের এই সব লক্ষণ দেখলেই সতর্ক হন
হাওয়া দফতর এও জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। আগামী শুক্রবার থেকে বৃষ্টি ধীরে ধীরে কমবে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। এ নিতে রাজ্যের ১১টি জেলাকে হাওয়া দফতর সতর্ক করেছে। ১১টি জেলা হল —উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই সব জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গিতি থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন:
আপনি কি চুল পাকার সমস্যায় জেরবার? তাহলে আজ থেকেই এই সব অভ্যাস পাল্টে ফেলুন
গরমে স্বস্তি দিলেও প্রতিদিন ডাবের জল খেলে হিতে বিপরীত হতে পারে, কেন?
আগামী মঙ্গলবারও রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার। সমুদ্রও উত্তাল থাকতে পারে। তাই মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে।