রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

বাংলায় সরকারিভাবে বর্ষা ঢুকলেও সর্বত্র শুরু হয়নি বৃষ্টি। আপাতত উত্তরবঙ্গেই বর্ষা আটকে রয়েছে। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে আবার তাপমাত্রার পারদ বাড়ার পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা কবে প্রবেশ করেছে তা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। কলকাতা-সহ সর্বত্রই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত।
আরও পড়ুন:

অকালেই বার্ধক্যের ছাপ? তারুণ্য ধরে রাখতে এই চারটি নিয়ম মেনে চলুন

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫১: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—পশুর, ধুধুল ও হাবল

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বুধবারের পর এখনই আর বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী বৃহস্পতিবার থেকে সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। কোনও কোনও এলাকায় তাপমাত্রা বাড়বে। দু’দিন পর থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে পারে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৫৫: সুর হারানো হারানো সুর

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯০: সাহেবের বেশ না-পরে ফিরেছিলেন সাহেবের দেশ থেকে

ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। উত্তরের জেলাগুলিতে বৃষ্টিও চলবে। সোমবার এবং মঙ্গলবার দু’দিনই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। বুধবার থেকে এখনও পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধু শুক্রবার পর্যন্ত আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। সেখানে বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত।
আরও পড়ুন:

দীর্ঘদিন ধরে একই তোয়ালে, চিরুনি, ব্রাশ ব্যবহার করছেন? নিজের ক্ষতি না চাইলে জেনে নিন বদলের দিনক্ষণ

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৩: এক্সপায়ারি ডেটের ওষুধ খাবেন?

উত্তরবঙ্গে ৩১ মে বর্ষা প্রবেশ করেছে। জুনের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সময়। উত্তরবঙ্গে সময়ের আগেই আগেই বর্ষা ঢুকে পড়ায় হাওয়া দফতর মনে করেছিল দক্ষিণবঙ্গেও আগাম বর্ষা ঢুকবে। যদিও তা হচ্ছে না। এখনও উত্তরবঙ্গেই বর্ষা আটকে রয়েছে। তাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গুমোট হয়ে আছে আবহাওয়া। আগামী কয়েক দিনে কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও এই গরমের হাত থেকে রেহাই মিলবে না, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

Skip to content