রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

শেষমেশ অসহনীয় দহনজ্বালা থেকে মুক্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোনও কোনও জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। আবহাওয়া দফতর এও জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবারের মধ্যেই বর্ষা প্রবেশ করবে। সে কারণে মঙ্গলবার থেকে শুরু হওয়া বর্ষণকেই প্রাক্-বর্ষার বৃষ্টিই বলা হচ্ছে।
আবহাওয়া দফরত এও জানিয়েছে, পশ্চিমের তিন জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। এই তিন জেলা হল— পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। তবে এই তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৩: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—খলসি ও করঞ্জা

আজকাল কি সব কিছু ভুলে যাচ্ছেন? এই সব খাবার পাতে রাখলে কিন্তু স্মৃতিশক্তি বাড়বে

বুধবার এবং বৃহস্পতিবার আট জেলায় ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই আট জেলা হল—পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। এই আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৭০: পাভেল কোথায়?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪৯: রসিক স্বভাব মা সারদা

এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত এই দুর্যোগ চলতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায়। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও অংশে লাল সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পঙে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দুই দিনাজপুর এবং মালদহে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। উত্তরবঙ্গে একটানা ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির অবনতি হয় কি না, সে দিকে প্রশাসন নজর রাখছে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৪৬: রাজার নিয়ন্ত্রণহীন অনুচরেদের কুকর্মের দায় রাজাকেই নিতে হয়

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৩৪: পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে

মঙ্গলবার দিনভর কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৬ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ৩০ ডিগ্রি। অর্থাৎ তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতার বেশ কিছু অংশে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

Skip to content