সোমবার ১ জুলাই, ২০২৪


ছবি: প্রতিকী।

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর কাটতে চলেছে ‘খরা’। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃহস্পতিবার বিকেলেই বৃষ্টি নামতে চলেছে বলে পূর্বাভাস দিয়েছিল আলিপুর হাওয়া অফিস! যদিও তার আগেই শুরু হয়েছে বৃষ্টি। কোথাও বেশি, কোথাও কম হলেও ভিজছে কলকাতা থেকে জেলা।

দমদম, যাদবপুর, বেহালা, ধর্মতলা, নিউ টাউনে, শোভাবাজার, শ্যামবাজার, কসবা এলাকায় বৃষ্টি হয়েছে। ভিজেছে একাধিক জেলাও। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, ঝাড়গ্রামে বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়াও। যদিও ঝমঝমিয়ে বৃষ্টি নয়। বেশিরভাগ জায়গাতেই ঝিরঝিরে বৃষ্টি দেখা গিয়েছে। সেই বৃষ্টি খুব বেশি ক্ষণ স্থায়ীও হয়নি।
আলিপুর আবহাওয়া দফতর দুপুর সওয়া ১২টার এই পূর্বাভাস জানিয়েছিল। সেখানে বলা হয়েছে, আগামী দু’তিন ঘণ্টার মধ্যে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুরের কিছু কিছু এলাকায় বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে হালকা ও মাঝারি। তবে বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন:

এই সাত কারণে চিৎ হয়ে ঘুমোন, রোজ এ ভাবে শুলে শরীরে কী প্রভাব পড়ে?

আজকাল কি সব কিছু ভুলে যাচ্ছেন? এই সব খাবার পাতে রাখলে কিন্তু স্মৃতিশক্তি বাড়বে

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অবশ্য এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বর্ষাও প্রবেশ করেনি এখনও। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাবে। তবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিনে তাপমাত্রাও কিছুটা কমবে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫০: ঠাকুরের ছবি শুধু ছবি নয়

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৩: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—খলসি ও করঞ্জা

উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেলেও এখনও দক্ষিণবঙ্গে তা অধরাই আছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি হলেই তাপমাত্রা কমতে পারে। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশ কিছুটা মেঘলা ছিল। বৃষ্টি না হলেও তাপমাত্রার পারদ কিছুটা কমই ছিল কলকাতায়। বুধবার আবহাওয়া দফতর জানিয়েছিল, দক্ষিণবঙ্গে বর্ষার পথের কাঁটা হল অক্ষরেখা। এই মুহূর্তে সেই অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে আবার নেই। শেষ পর্যন্ত সেই কাঁটা সরছে বলে হাওয়া দফতর জানিয়েছে।

Skip to content