
ছবি: প্রতীকী। সংগৃহীত।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়ায়স ছাড়িয়ে গিয়েছে ।
তবে এই অসহনীয় গরমে এল স্বস্তির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকেই বৃষ্টি শুরু হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। বৃষ্টির জন্য তাপমাত্রা পারদও কিছুটা কমবে।
তবে এই অসহনীয় গরমে এল স্বস্তির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকেই বৃষ্টি শুরু হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। বৃষ্টির জন্য তাপমাত্রা পারদও কিছুটা কমবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। শনিবারও কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার এবং সোমবার শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রপাত হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও। অন্য জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের গতি থাকতে পারে। তবে তার আগে তাপপ্রবাহ চলবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১১০: বনবাসী রামের নিরাসক্ত ভাবমূর্তির অন্তরালে, ভাবি রামরাজ্যের স্রষ্টা দক্ষ প্রশাসক রাম

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৪: ‘মহেশ্বরের অনন্ত ধৈর্য’
শুক্রবার গরমের কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। তাপপ্রবাহের সঙ্গে এই জেলাগুলিতে রাতেও গরম বেশি থাকবে। পাশাপাশি পুরুলিয়া এবং বীরভূমে তাপপ্রবাহ হতে পারে। তবে অন্য জেলাগুলিতে তাপপ্রবাহ না-হলেও অস্বস্তি অসহনীয় গরমের জারি থাকবে। শনিবারও একই রকম আবহাওয়া থাকবে। তবে শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে ঝড়বৃষ্টিও হতে পারে। আপাতত দক্ষিণবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের তেমন পূর্বাভাস নেই। তবে এর পর তিন থেকে চার ডিগ্রি পারদ কমতে পারে।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৭: পাতি সরালি

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১২: অপারেশন অপহরণ
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ সব জেলাতেই রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । মালদহে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে, তবে আবার তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে। বৃহস্পতিবার থেকে সিকিমে বৃষ্টি শুরু হয়েছে। এর ফলে উত্তর সিকিমের বেশ কিছু রাস্তায় ধস নেমেছে। বৃহস্পতিবার রাতেই পর্যটকদের জন্য উত্তর সিকিম বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৭০: বিচারক

পর্ব-৭০: জন্মান্তরের সুরসাধক আরডি বর্মণ
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৮.৮ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি সেলসিয়াস, বেশি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ হয়েছিল ৩৫.৪ ডিগ্রি। তবে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল বাঁকুড়া, কলাইকুন্ডা, পানাগড়, আসানসোল, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মালদহে।