শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

রাজ্য জুড়ে মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। আজ বুধবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলির কোনও কোনও জায়গায় বৃষ্টি হয়েছে। হাওয়া দফতর জানিয়েছে, টানা দু’তিন দিন বৃষ্টির ফলে তাপমাত্রারও কিছুটা পরিবর্তন হতে পারে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৩: ত্রিপুরা সমৃদ্ধিতে রাজা বিজয় মাণিক্যের ভূমিকা অপরিসীম

রোগা হতে রোজ স্যালাড খাচ্ছেন? তালিকায় রসুন ও কাবলি ছোলা আছে তো?

রাতের তাপমাত্রা আগামী দু’তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১৮.৯ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কম। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২৮ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। মঙ্গলবার ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-৫০: অর্ধশতাব্দী ছুঁলো ‘অমানুষ’

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪০: স্বভাবে অনন্য সুন্দরবনের বাঘ

আজ বুধবার দক্ষিণবঙ্গের সব কটি জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু জায়গায়। শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি এলাকাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরের জেলাগুলিতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। রাজ্য জুড়ে শনিবার থেকে আবার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি নিম্নচাপ বলয় অবস্থান করছে। এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পের প্রবেশ করছে। তাই রাজ্য জুড়ে আগামী দু’তিন দিন টানা বর্ষণ চলতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে।

Skip to content