শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

অবশেষে শীতের খরা কেটেছে। পৌষ মাস পড়তে না পড়তেই শীত জাঁকিয়ে শীত পড়ল রাজ্যে। শনিবারের পর রবিবার কলকাতা ও জেলাগুলিতে পৌষ মাসের দ্বিতীয় দিনেও জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। এমনকি, সকালের দিকে কোথাও কোথাও হাড়কাঁপানো ঠান্ডা বেশ ভালো ভাবে অনুভূত হচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই তাপমাত্রা স্বাভাবিক। শনিবারের চেয়ে অবশ্য রবিবার কিছুটা পারদ বেড়েছে। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম ছিল। হাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। এবার উত্তুরে হাওয়া বাধাহীন ভাবে রাজ্যে প্রবেশ করছে। ফলে শীত পড়ছে জাঁকিয়ে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই। তাই রাজ্যে বৃষ্টির পূর্বাভাস নেই।
আরও পড়ুন:

বিহারে বিষমকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০! জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল যাবে ছপরায়

সাই পল্লবী ‘রামায়ণ’-এ সীতা হয়ে বলিউডে পা রাখছেন? পর্দা ভাগ করতে দেখা যাবে হৃতিক, রাম চরণ, প্রভাসকে?

শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আগামী দিন পাঁচেক তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না বলেই মনে করছে হাওয়া দফতর। যদিও সপ্তাহের শেষে আরও পারদ পতন হতে পারে বলে মনে করা হচ্ছে।
কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও ঠান্ডা পড়েছে জাঁকিয়ে। গত কয়েক দিন ধরে জেলায় জেলায় পারদপতন অব্যাহত। কুয়াশার চাদরে ঢাকা উত্তর থেকে দক্ষিণ।

Skip to content