ছবি: প্রতীকী।
উত্তরবঙ্গ ভিজছে। এদিকে দক্ষিণবঙ্গের মানুষ এখনও বৃষ্টির জন্য অপেক্ষা করছে। গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি। সঙ্গে আবার কোনও কোনও এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে বৃষ্টি নিয়ে আবহাওয়া দফতর কী বলছে?
এদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এমনকি, কোনও কোনও জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। হাওয়া দফতর এও জানিয়েছে, সব ক’টি জেলাতেই তীব্র গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি জারি থাকবে। দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনাও নেই।
আরও পড়ুন:
এই দেশ এই মাটি, ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১৪: ত্রিপুরায় ভ্রাতৃঘাতী দাঙ্গা
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯১: এক আলমারি বই : রাণুর বিয়েতে কবির উপহার
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের ছয় জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে। এর মধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের জন্য। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
আরও পড়ুন:
উত্তম কথাচিত্র, পর্ব-৫৫: সুর হারানো হারানো সুর
পর্দার আড়ালে, পর্ব-৫৫: বসু পরিবার-এ উত্তমকুমার দিনভর একটি শব্দই রিহার্সাল করেছিলেন, কোনটি?
বৃষ্টি শুরু হবে কবে থেকে? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী বৃস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বদল হতে পারে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি বাড়তে পারে। যদিও এখনই গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাচ্ছেন না দক্ষিণবঙ্গবাসী।
মঙ্গলবার কলকাতার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। সেই সঙ্গে গরম এবং অস্বস্তিকর পরিস্থিতিও জারি থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রার পারদ ৩০ ডিগ্রি হতে পারে। সোমবার কলকাতার সর্বোচ্চ পারদ ছিল ৩৭.৬ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ৩০.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।
মঙ্গলবার কলকাতার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। সেই সঙ্গে গরম এবং অস্বস্তিকর পরিস্থিতিও জারি থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রার পারদ ৩০ ডিগ্রি হতে পারে। সোমবার কলকাতার সর্বোচ্চ পারদ ছিল ৩৭.৬ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ৩০.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।
আরও পড়ুন:
পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৪৬: রাজার নিয়ন্ত্রণহীন অনুচরেদের কুকর্মের দায় রাজাকেই নিতে হয়
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৩: এক্সপায়ারি ডেটের ওষুধ খাবেন?
এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলা বৃষ্টি ভাসছে। মঙ্গলবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার প্রবল বৃষ্টিতে শিলিগুড়ি শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। প্রবল বৃষ্টির জেরে ঘণ্টা খানেকের মধ্যেই শিলিগুড়ি পুরনিগমের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হচ্ছে।