
ছবি: প্রতীকী। সংগৃহীত।
মাঝে কিছু দিন ঝড়বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়া কমবেশি স্বস্তিদায়ক ছিল। দিনের গরমের অনুভুতি তুলনামূলক ভাবে কমই ছিল। তবে সেই সুখ বিদায় নিয়েছে! বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ শুরু হল। সোমবার পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই বৃহস্পতিবার থেকেই ফিরছে চেনা গরম। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার গরম বেড়েছে। শুক্রবারও দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া একইরকম থাকবে। শনিবার থেকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। সোমবার পর্যন্ত চলবে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১১২: প্রশাসক রামচন্দ্রের সাফল্য কী আধুনিক কর্মব্যস্ত জীবনে সফল প্রশাসকদের আলোর দিশা হতে পারে?

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-৪৮: রান্নার জ্বালানি নারী স্বাধীনতায় হস্তক্ষেপ?
পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া দফতর। বেশির ভাগ জেলাতেই তাপমাত্রার পারদ ছাড়াবে ৪০ ডিগ্রি। আগামী চার দিনের জন্য পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরমের জেরে সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১৫: এ কেমন রঙ্গ জাদু, এ কেমন রঙ্গ…/৩

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১১৪: ঠাট্টা করলে যে বুঝতে পারত, ঠিক সময়ে হাসতে পারত
উত্তরবঙ্গও গরমে পিছিয়ে থাকবে না। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ৪ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। শনিবার এবং রবিবার মালদহ এবং দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এই দুই জেলার কোনও কোনও অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকতে পারে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৭: শ্রীমার কথায় ‘ঠাকুরের দয়া পেয়েচ বলেই এখানে এসেচ’

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৫: সর্বত্র বরফ, কোত্থাও কেউ নেই, একেবারে গা ছমছম করা পরিবেশ
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুষ্ক পশ্চিমা বায়ু এবং উত্তর-পশ্চিম দিক থেকে আসা গরম বাতাসের জন্যই বাংলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও রবিবার এবং সোমবার কোনও কোনও অংশে স্বস্তির বর্ষণ নামতে পারে। রবিবার এবং সোমবার দু’দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওযা বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটা। আগামী সোমবার পর্যন্ত পাহাড়ি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।