শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ধরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। শুধু উত্তরবঙ্গে নয়, দক্ষিণবঙ্গের চারটি জেলাতেও বৃষ্টির জিন্য সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের ওই চার জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। তবে রবিবার আরও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গে সার্বিক ভাবে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হয়েছে।
আলিপুর হাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে উত্তরবঙ্গের পাহাড় পার্শ্ববর্তী পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে সর্বোচ্চ ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবার বৃষ্টি আরও বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়া দফতর এও জানিয়েছে, রবিবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উত্তরাংশের জেলাগুলিতে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে। যদিও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে।
আরও পড়ুন:

মুভি রিভিউ: ঐতিহাসিক পটভূমির ‘মহারাজ’ ছবিতে আমিরপুত্র জুনেদ নজর কাড়বে

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-৪: যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না?

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। মঙ্গলবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি। শুধু বিক্ষিপ্ত ভাবে কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৭৪: রাজা দশরথ, রাম, লক্ষ্মণ, সীতা সকলেই কি এক একটি জীবনবোধের প্রতীক?

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫২: হিতকারী মূর্খ বন্ধুর থেকে একজন পণ্ডিত শত্রু থাকা ভালো

আবহাওয়া দফতর জানিয়েছে, এখন ঝাড়খণ্ডের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে। এর জেরেই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। ঝাড়খণ্ডে ভারী বর্ষণ চলছে। উত্তরবঙ্গের জেলায় জেলায় অতিরিক্ত বৃষ্টির জন্য দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরও স্থানীয় প্রশাসনকে সতর্ক করেছে। পাহাড়ি এলাকায় ধস নেমে পারে। অতিরিক্ত বৃষ্টির জেরে নদীর জলস্তরও বাড়তে পারে। ক্ষতি হতে পারে চাষের।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৭৭: কথা কিছু কিছু

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৪৭: ও বন্ধু তুমি শুনতে কি পাও?

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে টানা বর্ষণ চলেছে। শুক্রবারও ভালোই বৃষ্টি হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমেছে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ বর্ধমানে ১১.২ মিলিমিটার, ঘণ্টায় ডায়মন্ড হারবারে ১৪.৯ মিলিমিটার, পানাগড়ে ১৪.৬ মিলিমিটার, সিউড়িতে ১১.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বসিরহাটে (৪০.৪ মিলিমিটার) সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ২০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। ৪৮ মিলিমিটার বালুরঘাটে বৃষ্টি হয়েছে।

বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ কিছুটা কমেছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ পারদ ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩.৩ ডিগ্রি সেলসিয়াস কম।

Skip to content