শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

শনিবার দক্ষিণবঙ্গের ১০টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এরকমই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সতর্কতায় জানানো হয়েছে এই ১০টি জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হতে পারে যে সব জেলায় সেই তালিকায় আপাতত কলকাতা নেই। শনিবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
হাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শুক্রবার নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বেড়েছে। কলকাতা এবং শহরতলিতে শুক্রবার রাতে ভালোই বৃষ্টি হয়েছে। শনিবারও সকাল থেকে কলকাতা এবং শহরতলির আকাশ মেঘলা। মাঝে মধ্যে বৃষ্টি চলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমের কিছু এলাকায়। আবহাওয়া দফতর এই সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১: টলস্টয় ও সোফিয়া—প্রেম ও বিবাহ/১

মহাকাব্যের কথকতা, পর্ব-৬৮: আনন্দের নির্বাসন থেকে উত্তরণের উপায়?

রবিবারেও বৃষ্টি চলবে। রবিবারও ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। তবে রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, যে হেতু বর্ষা শুরু হয়েছে, তাই আপাতত দক্ষিণবঙ্গে প্রতিদিনই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। এর জন্য তাপমাত্রার পারদও কম থাকবে। আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫১: জয়রামবাটির যথার্থ রক্ষয়িত্রী

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৮: জ্ঞানদানন্দিনী দেবী—উনিশ শতকের বলিষ্ঠ লেখক এবং সমাজসংস্কারক

এদিকে উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টি চলছে। বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। রবিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৭১: সাইকেল ও জীবন

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৩৫: কী যে করি করি ভেবে মরি মরি

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৭.২ ডিগ্রি। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩১.১ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম।

Skip to content