রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

রবিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবার ছ’টি জেলায় লাল সতর্কতাও রয়েছে। ওই ছ’টি জেলায় অতি তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বাকি জেলায় তাপপ্রবাহ চলবে। তবে আবহাওয়া হাওয়া দফতর দক্ষিণবঙ্গের তিনটি জেলায় বৃষ্টির পূর্বাভাসের কথাও শুনিয়েছে। বৃষ্টি হলে সামান্যই হবে। ওই বৃষ্টিতে অবশ্য গরম কমবে না বলে জানানো হয়েছে।
হাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহ চলবে। রবিবার অতি তীব্র তাপপ্রবাহ হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। হাওয়া দফতর এই ছ’টি জেলায় লাল সতর্কতা জারি করেছে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার এবং মঙ্গলবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সামান্য বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টির প্রভাব তাপমাত্রার উপরে পড়বে না। ফলে গরমও কমবে না।
আরও পড়ুন:

কোলেস্টেরলের মাত্রা বেড়েছে কি না বুঝবেন কী করে? চোখ, পা, ত্বকের এই সব লক্ষণ দেখলেই সতর্ক হন

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪২: শ্রীমার ভাইপো খুদি

শনিবার সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে পশ্চিমবঙ্গের বাঁকুড়া ছিল দেশের মধ্যে দ্বিতীয়। সেখানকার পারদ পৌঁছে গিয়েছিল ৪৪.৬ ডিগ্রিতে। শনিবার কলকাতার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির বেশি। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। দমদমে তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার থেকে তিন ডিগ্রি সেসিয়াস বেশি।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৪: সুন্দরবনের সুন্দরী গাছ

মুভি রিভিউ: রাজনীতির পটভূমিকায় ‘মহারানি সিজন ১’ টানটান উত্তেজনায় ভরা

তবে উত্তরবঙ্গে সারা সপ্তাহ ধরেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। তবে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। এই চার জেলার আবহাওয়া শুকনোই থাকবে।

Skip to content