শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

দক্ষিণবঙ্গে আপাতত অস্বস্তি গরম জারি থাকবে। এখনই বৃষ্টির পূর্বাভাস নেই। বরং দক্ষিণবঙ্গের তিনটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর এও জানিয়েছে, ওই তিন জেলা ছাড়াও দক্ষিণের বাকি জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। যদিও দক্ষিণবঙ্গে অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনা থাকলেও, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
হাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রার পারদ ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রির গণ্ডি। পাশাপাশি ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে গরমের অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণ ২৪ পরগনাতেও ভ্যাপসা গরম অনুভূত হবে। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলায় শুকনো আবহাওয়া থাকবে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫১: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—পশুর, ধুধুল ও হাবল

দুই বাংলার উপন্যাস: বসুন্ধরা এবং..., ৩য় খণ্ড, পর্ব-২০: অনিরুদ্ধ চাইলেই সুমনাকে ছেড়ে নতুন বৌ নিয়ে সংসার করতে পারবে না

বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি চলতে পারে। দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ারে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি হতে পারে। পাশাপাশি রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙেও। আপাতত মালদহে শুকনো আবহাওয়া জারি থাকবে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৫৫: সুর হারানো হারানো সুর

পর্দার আড়ালে, পর্ব-৫৫: বসু পরিবার-এ উত্তমকুমার দিনভর একটি শব্দই রিহার্সাল করেছিলেন, কোনটি?

ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। তাই উত্তরে লাগাতার বৃষ্টি চলছে। কিন্তু উত্তরেই বর্ষা আটকে রয়েছে। দক্ষিণবঙ্গে এখনও তা প্রবেশ করেনি। ফলে দক্ষিণে আবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।

Skip to content