শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

স্বস্তির কথাও শোনাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া দফতর। আলিপুর হাওয়া দফতর জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা মঙ্গলবার থেকে দু’ থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এমনটাই জানিয়েছেন আবহবিদরা জানিয়েছেন।
হাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের সেই তালিকায় রয়েছে—পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর এবং দুই বর্ধমান। তবে আপাতত কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে প্রায় একই রকম গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে রবিবার এবং সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এর পর আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ধীরে ধীরে কমতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

এসি চালিয়েও কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করবেন? জেনে নিন এসি-র খুঁটিনাটি

রোগা হতে স্যালাড খাচ্ছেন? ডায়েটে রসুন ও কাবলি ছোলা আছে তো?

হাওয়া দফতর এ-ও জানিয়েছেন, শনিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সব কটি জেলায় টানা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির হবে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। এদিকে, কলকাতাবাসী আজ শনিবার গরমের জনিত অস্বস্তি থেকে মুক্তি পাচ্ছেন না। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৭ ডিগ্রির কাছাকাছি থাকবে। সারা দিনই গরম-যন্ত্রণা অনুভব হবে।
আরও পড়ুন:

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় জেরবার? কোন যোগাসনে সহজে মিটবে সমস্যা?

‘রামায়ণ’-এ সঙ্গীত পরিচালনা করবেন দুই অস্কারজয়ী, এক জন ভারতীয়, অন্য জন বিদেশি, কারা তাঁরা?

দক্ষিণবঙ্গ জুড়ে এই অস্বস্তিকর আবহাওয়ার কারণ হিসেবে আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে পশ্চিম দিক থেকে গরম এবং শুষ্ক হাওয়া প্রবেশ করছে। এর জন্যই দক্ষিণের জেলায় শুকনো আবহাওয়া তৈরি করছে। আবার সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ুও পর্যাপ্ত পরিমাণে বায়ুমণ্ডলে প্রবেশ করছে না। তাই বৃষ্টির অনুকূল পরিস্থিতিও আর তৈরি হচ্ছে না। তবে আবহাওয়া দফতর এ-ও জানিয়েছে, রবিবার এবং সোমবার বৃষ্টি হলে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হতে পারে।

Skip to content