ছবি: প্রতীকী।
শুক্রবার তাপমাত্রার পারদ অনেকটা নেমেছে। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এক ধাক্কায় গরম কমেছে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। সারা দিন কলকাতার আকাশ ছিল মেঘলা। মাঝে মধ্যে রোদ উঠলেও তেমন তেজ ছিল না।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি নিম্নচাপ অক্ষরেখা এবং পূর্ব উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটি বিস্তৃত রয়েছে একেবারে বাংলাদেশ থেকে বঙ্গোপসাগর অবধি। এই জোড়া কারণে শুক্রবার বর্ষণের পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি নিম্নচাপ অক্ষরেখা এবং পূর্ব উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটি বিস্তৃত রয়েছে একেবারে বাংলাদেশ থেকে বঙ্গোপসাগর অবধি। এই জোড়া কারণে শুক্রবার বর্ষণের পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর তাপমাত্রার পারদও কিছুটা নিচের দিকে থাকবে। আবহবিদেরা জানাচ্ছেন, শনিবার থেকে কলকাতা ও দক্ষিণের বিভিন্ন জেলায় বর্ষণ শুরু হয়ে যাবে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। রবিবার থেকে ঝোড়ো হাওয়ার বেগ আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন:
তীব্র গরমে শরীরে জলের অভাব হলেই বিপদ! কোন কোন উপসর্গে বুঝবেন আপনার জল খাওয়া কম হচ্ছে
অমৃতলোকের পথে অধ্যাপক শ্রী অমরকুমার চট্টোপাধ্যায়
আবহাওয়া দফতর সূত্রে পাওয়া পরিসংখ্যান বলছে, শুক্রবার কলকাতায় সর্বোচ্চ পারদ ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের থেকে তাপমাত্রা ২ ডিগ্রি কম। পাশাপাশি শুক্রবার এই একই দিনে সল্টলেক (৩৯.৭), দমদম (৩৮.৫), বাঁকুড়া (৩৭.৫), ডায়মন্ড হারবার (৩৭.৩), শ্রীনিকেতন (৩৮.৪), পুরুলিয়াতেও (৩৫.৩), আসানসোলের (৪০.৫) পারদ আগের চেয়ে বেশ কিছুটা নিচে নেমেছে।
আরও পড়ুন:
স্বাদে-আহ্লাদে: চিকেন প্রিয়? তাহলে এমন হায়দরাবাদি চিকেনে জমিয়ে দিন দুপুর
বাদশা তাঁর নতুন গানে শিবঠাকুরকে অপমান করেছেন! আইনি জটে ফাঁসলেন র্যাপার
তবে শুধু দক্ষিণে নয়, উত্তরেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পংঙে। পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শুক্রবার বৃষ্টি হতে পারে।