ছবি: প্রতীকী।
শেষমেশ দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও এখনও ভারী বৃষ্টির দেখা মেলেনি। অন্য দিকে উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টি হয়ে চলেছে। প্রবল বৃষ্টির জেরে ধস নামছে পাহাড়ি এলাকায়। আগামী কয়েক দিনও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় জোড়া অক্ষরেখার প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর জন্য হাওয়া দফতর লাল সতর্কতা জারি করেছে। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা ভারী হবে না বলেই আবহাওয়া দফতর মনে করছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তাই এই সব জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে সাত থেকে ১১ সেন্টিমিচার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে। ওই সব জায়গায়ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৪২: আর যাহা খাও বাপু বিষমটি খেয়ো না
মহাকাব্যের কথকতা, পর্ব-৬৯: মহাভারতে ছড়িয়ে আছে অসংখ্য আখ্যান-উপাখ্যান, তেমনই একটি সম্বরণ ও তপতীর কাহিনি
উত্তরবঙ্গে এই টানা ভারী বৃষ্টির জন্য আবহাওয়া দফতর জোড়া অক্ষরেখাকেই দায়ী করেছে। হাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত আগেই একটি অক্ষরেখা অবস্থান করছিল ছিল। এখন তা সরে গিয়েছে। এই মুহূর্তে সেই অক্ষরেখা পশ্চিম রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত অবস্থান করছে। সেই অক্ষরেখা আবার পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের উপর দিয়েও চলে গিয়েছে। আপাতত সে সমুদ্রপৃষ্ঠ থেকে ৯০০ মিটার উপরে রয়েছে। দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশের উপর যে ঘূর্ণাবর্ত রয়েছে তা থেকে একটি অক্ষরেখা আবার পশ্চিম অসম পর্যন্ত বিস্তৃত হয়েছে। সেই অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়েও চলে গিয়েছে। এই অক্ষরেখা সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার থেকে ৩.১ কিলোমিটার উঁচুতে রয়েছে। এই দুই অক্ষরেখার প্রভাবেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে।
আরও পড়ুন:
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫৩: মহীয়সী গৃহস্থনারী মা সারদা
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৪: জোড়াসাঁকোয় পাগল-যাচাই
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। শনিবার ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়।