শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী।

নৈহাটি স্টেশনে রেলসেতু রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তাই শিয়ালদহের শিয়ালদহ মেন শাখায় ২৫ মার্চ শনিবার রাত ১০টা থেকে ২৬ মার্চ রবিবাররাত ৯টা পর্যন্ত একাধিক ট্রেন বাতিল থাকবে। শনিবার ৩ জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি এক জোড়া করে ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-শান্তিপুর এবং শিয়ালদহ-নৈহাটি সেকশনে।
তবে বেশি সংখ্যা ট্রেন বাতিল থাকবে রবিবার। শিয়ালদহ এবং নৈহাটির মধ্যে বাতিল থাকবে ৫ জোড়া ট্রেন। ৩ জোড়া ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে। শিয়ালদহ এবং কল্যাণী সীমান্ত স্টেশনের মধ্যে ৪ জোড়া ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ এবং ব্যারাকপুরের মধ্যে ২ জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে।
আরও পড়ুন:

আবার রবিবার থেকে ভিজবে কলকাতা, দক্ষণবঙ্গের আরও সাত জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, কত দিন চলবে?

হেলদি ডায়েট: দাঁতকে অবহেলা নয়, শিশুর দাঁতের যত্ন নিন গোড়া থেকেই, সতর্ক হন এই সব খাবারে

শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ-শান্তিপুর, দমদম-ব্যারাকপুর এবং শিয়ালদহ-গেদের মধ্যে এক জোড়া করে লোকাল ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি রবিবার অন্তত ৩ জোড়া লোকাল ট্রেনের যাত্রাপথ ব্যারাকপুর পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়েছে।

Skip to content