সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী।

নৈহাটি স্টেশনে রেলসেতু রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তাই শিয়ালদহের শিয়ালদহ মেন শাখায় ২৫ মার্চ শনিবার রাত ১০টা থেকে ২৬ মার্চ রবিবাররাত ৯টা পর্যন্ত একাধিক ট্রেন বাতিল থাকবে। শনিবার ৩ জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি এক জোড়া করে ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-শান্তিপুর এবং শিয়ালদহ-নৈহাটি সেকশনে।
তবে বেশি সংখ্যা ট্রেন বাতিল থাকবে রবিবার। শিয়ালদহ এবং নৈহাটির মধ্যে বাতিল থাকবে ৫ জোড়া ট্রেন। ৩ জোড়া ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে। শিয়ালদহ এবং কল্যাণী সীমান্ত স্টেশনের মধ্যে ৪ জোড়া ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ এবং ব্যারাকপুরের মধ্যে ২ জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে।
আরও পড়ুন:

আবার রবিবার থেকে ভিজবে কলকাতা, দক্ষণবঙ্গের আরও সাত জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, কত দিন চলবে?

হেলদি ডায়েট: দাঁতকে অবহেলা নয়, শিশুর দাঁতের যত্ন নিন গোড়া থেকেই, সতর্ক হন এই সব খাবারে

শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ-শান্তিপুর, দমদম-ব্যারাকপুর এবং শিয়ালদহ-গেদের মধ্যে এক জোড়া করে লোকাল ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি রবিবার অন্তত ৩ জোড়া লোকাল ট্রেনের যাত্রাপথ ব্যারাকপুর পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়েছে।

Skip to content