শুক্রবার ২১ ফেব্রুয়ারি, ২০২৫


ছবি: সংগৃহীত

টেরিটি বাজারে একটি বাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। জায়গাটি বেশ ঘিঞ্জি হওয়ায় সেখানে দমকলের গাড়ি ঢুকতে খুব সমস্যা হয়। যে বাড়িতে আগুন লেগেছে সেটি প্রায় একশো বছরের পুরনো বাড়ি বলে জানা গিয়েছে। তবে কেন এবং কীভাবে আগুন লাগেছে তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন:

অমিতাভের অনুমতি ছাড়া তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর কিছুই আর ব্যবহার করা যাবে না, নির্দেশ আদালতের

অমিতাভের অনুমতি ছাড়া তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর কিছুই আর ব্যবহার করা যাবে না, নির্দেশ আদালতের

জানা গিয়েছে, টেরিটি বাজারের একটি তিন তলা বাড়িতে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। যে বাড়িতে আগুন লেগেছে সেখানকার রাস্তা অত্যন্ত সরু এবং ঘিঞ্জি হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে পারেনি। সে কারণে ‘রিলে’ পদ্ধতিতে জল দিয়ে বাড়িতে আগুন নেভানোর কাজ চলছে জোরকদমে। স্থানীয় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী বাসিন্দাদের সাহায্যে ওই বাড়ি থেকে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছে
আরও পড়ুন:

পেটের ব্যথাকে একেবারেই অবহেলা করবেন না / পর্ব- ১

শাশ্বতী রামায়ণী, পর্ব ২৫: বনবাসের সঙ্গী সীতা

জানা গিয়েছে, বাড়িটি প্রায় একশো বছরেরও বেশি পুরনো। অনেকের আশঙ্কা, দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনা গেলে বাড়িটি ধসে পড়তে পারে। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। তবে। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, তাঁরা ওই বাড়ির তিন তলায় বিকট শব্দ পেয়েছিলেন। স্থানীয়দের দাবি, সিলিন্ডার ফেটে আগুন লেগেছে। যদিও দমকল এ নিয়ে এখনও আগুন পর্যন্ত কিছু জানায়নি।

Skip to content