মঙ্গলবার ১৫ এপ্রিল, ২০২৫


ছবি: প্রতীকী।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে শুধু বৃষ্টি নয়, সঙ্গে দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৬০ কিলোমিটার বেগে। এমনই পূর্বাভাস হাওয়া দফতরের। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিন রাজ্যের প্রায় সব জেলাতেই
এরকম আবহাওয়া থাকবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। তবে ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা কমতে পারে। হাওয়া অফিস রাজ্যের ন’টি জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আগামী মঙ্গলবার অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যে কোনও দিন বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ হতে পারে। রবিবার দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। সোমবার কলকাতায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের সর্বত্র মঙ্গলবার পর্যন্ত এই পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১০: অন্ধকারে, চুপিসারে

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৩: মা সারদার সঙ্গে সরলাদেবীর কাশীভ্রমণ

আগামীকাল রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। রবিবারের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই ৯টি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। সেই সং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। শনিবারও বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় এই সতর্কতা রয়েছে।
আরও পড়ুন:

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-২১: কর্ম যখন প্রবল-আকার

মহাকাব্যের কথকতা, পর্ব-১০৯: আধুনিক যুগে দাবানলের ফলে বনদহনের সঙ্গে খাণ্ডব বনদহনের সাদৃশ্য আছে কী?

উত্তরবঙ্গের একাধিক জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের সব জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার উত্তরবঙ্গের সব জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। উত্তরবং এবং দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রার তেমন হেরফের হবে না।
আরও পড়ুন:

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৫৫: রবীন্দ্রনাথ, মণিপুরী নৃত্য ও ত্রিপুরা

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৩: আলাস্কার দক্ষিণে রয়েছে সেই মনোরম গ্লেন হাইওয়ে

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বিহার এবং উত্তর বাংলাদেশের উপরে একটি করে উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। এর ফলেই প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগরের দিক থেকে স্থলভাগে প্রবেশ করছে। সে কারনেই পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। চৈত্রের গরমে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content