বৃহস্পতিবার ৮ মে, ২০২৫


ছবি: প্রতীকী।

সপ্তাহভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় রবিবার বিকেলের দিকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি রবিবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই ৩ জেলায় বৃষ্টির সঙ্গে ঝড় হতে পারে। ঝড়ো হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। আপাতত তাপমাত্রার তেমন হেরফেরের সম্ভাবনা নেই।
রবিবার থেকে আগামী সপ্তাহের প্রায় প্রতি দিনই কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোনও কোনও অংশে ঝড়ও হতে পারে। ৩০ কিলোমিটার থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়ার বেগ থাকতে পারে। রবিবার, সোমবার এবং বুধবারের জন্য কলকাতায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৫: ঝোপ টিকরা

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৩: মা সারদার সঙ্গে সরলাদেবীর কাশীভ্রমণ

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদে বৃষ্টির সঙ্গে ঝড় হতে পারে। রবিবার কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এই তিন জেলায় ঝড়ো হাওয়ার গতিবেগ ৬০ কিলোমিটারে পৌঁছোতে পারে। আবহবিদেরা বজ্রপাত এবং ঝড়বৃষ্টির সময়ে বাড়ির ভিতরে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন:

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-২১: কর্ম যখন প্রবল-আকার

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১০: অন্ধকারে, চুপিসারে

উত্তরবঙ্গেও বৃষ্টি চলছে। রবিবার এবং বুধবার উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। সপ্তাহের বাকি দিনগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত কম থাকবে বলে হাওয়া দফতর। সেই সঙ্গে জানানো হয়েছে, এখনই উত্তরবঙ্গের তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না।
আরও পড়ুন:

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৫৫: রবীন্দ্রনাথ, মণিপুরী নৃত্য ও ত্রিপুরা

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৩: আলাস্কার দক্ষিণে রয়েছে সেই মনোরম গ্লেন হাইওয়ে

মূলত বিহার এবং বাংলাদেশের উপরে থাকা উচ্চচাপ বলয়ের কারণেই বঙ্গোপসাগরের দিক থেকে স্থলভাগে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে দেড় ডিগ্রি কম।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content