
ছবি প্রতীকী। সংগৃহীত।
তীব্র গরম থেকে দক্ষিণবঙ্গবাসীর খানিক মুক্তি মিলেছে। শনিবারের বৃষ্টির পরে কিছুটা স্বস্তি মিলেছে। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এ নিয়ে সতর্কতাও জারি করা হয়েছে। রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে মূলত উচ্চচাপ বলয় এবং অক্ষরেখার প্রভাবে বলে জানিয়েছে হাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। তবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। শুধু বৃষ্টি নয়, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। সম্ভাবনা রয়েছে বজ্রপাতেরও। মঙ্গলবার পুরো দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।
আরও পড়ুন:

পর্ব-১৪: আকাশ এখনও মেঘলা

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৫: সর্বত্র বরফ, কোত্থাও কেউ নেই, একেবারে গা ছমছম করা পরিবেশ
বৃহস্পতিবারও বৃষ্টি হবে। এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগ। শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে। এই পাঁচ জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া দফতর। এদিন দক্ষিণ জুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৭: পাতি সরালি

মহাকাব্যের কথকতা, পর্ব-১১০: বনবাসী রামের নিরাসক্ত ভাবমূর্তির অন্তরালে, ভাবি রামরাজ্যের স্রষ্টা দক্ষ প্রশাসক রাম
মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। সে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। শুক্রবার মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাসের কাথা হাওয়া দফতর জানিয়েছে। এই দিন উত্তরবঙ্গের আট জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

আকাশ এখনও মেঘলা/১৪

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৪: ‘মহেশ্বরের অনন্ত ধৈর্য’
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বাংলাদেশের উপর একটি সক্রিয় উচ্চচাপ বলয় অবস্থান করছে। রাজ্যেও একটি অক্ষরেখা রয়েছে। এই জোড়া ফলার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে। আর এর প্রভাবেই রাজ্যজুরে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। উপন্যাস লেখার আগে জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১ম খণ্ড)’। এখন লিখছেন বসুন্ধরা এবং…এর ৩য় খণ্ড।