বুধবার ৩ জুলাই, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

তীব্র গরমে দক্ষিণবঙ্গের অবস্থা হাঁসফাঁস হলেও, উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলছে। বুধবার সন্ধ্যার পর থেকেই উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিবার বিকেলে আচমকা ঘূর্ণিঝড়ে জলপাইগুড়ি শহর, ময়নাগুড়ি, ধূপগুড়ি একেবারে লন্ডভন্ড হয়ে যায়। এই ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। এখনও বহু মানুষ ঘরছাড়া। এমন পরিস্থিতিতে বুধবার সন্ধ্যা থেকেই সেখানে ঝড়বৃষ্টি শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে জলপাইগুড়ি ছাড়াও কোচবিহার, কালিম্পং, দার্জিলিং এবং আলিপুরদুয়ারেও এই ঝড়-বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।
আরও পড়ুন:

এসি চালিয়েও কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করবেন? জেনে নিন এসি-র খুঁটিনাটি

গরমে প্রচুর ঘাম হয়? এমন দিনে শরীরে জলের জোগান ঠিক রাখতে এই ৫ ফল খান

এদিকে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রার ৪০ থেকে ৪২ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বেশ কয়েকটি জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে।

আবহাওয়া দফতর এ-ও পূর্বাভাস দিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের চলবে। তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ‘লু’ বইবার সম্ভাবনাও রয়েছে কয়েকটি জেলায়। শনিবার পর্যন্ত এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

জল ঠিক মতো খাওয়া হচ্ছে না? শরীর কিন্তু নিজেই জানিয়ে দেবে, কোন ৫ উপসর্গে একদমই অবহেলা নয়?

রক্ত পরীক্ষার না করেই কী ভাবে বুঝবেন ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়েছে কি না?

দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হবে? আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের শেষ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয় বদল আসতে পারে। পরিস্থিতি শনিবার রাতের পর থেকে বদলাতে পারে। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে।

Skip to content