শুক্রবার ২ মে, ২০২৫


কলকাতায় ঝেঁপে নামল ঝড়বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর এও জানিয়েছে, আগামী দু’-তিন ঘণ্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তিন জেলায় ঝড়বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। ঝোড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।
বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। বইছে ঝোড়ো হাওয়াও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পরবর্তী দু’-তিন ঘণ্টায় কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে। কোনও কোনও জায়গায় প্রবল বজ্রপাতের সতর্কতা জারি করা রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় —এই তিন জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১১০: বনবাসী রামের নিরাসক্ত ভাবমূর্তির অন্তরালে, ভাবি রামরাজ্যের স্রষ্টা দক্ষ প্রশাসক রাম

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-৪৮: রান্নার জ্বালানি নারী স্বাধীনতায় হস্তক্ষেপ?

কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় —এই তিন জেলা ছাড়াও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছিল আলিপুর। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বলে সতর্ক করা হয়েছিল। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটারে পৌঁছতে পারে, এমনও আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল। আর পূর্বাভাস মতোই আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৭: পাতি সরালি

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৫: ঠাকুর বলতেন—‘যে সয় সে রয়’

উত্তর ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় দুর্যোগ শুরু হয়েছে। হুগলিতেও একই ছবি। সন্ধ্যা থেকে উত্তরপাড়া থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। শিলাবৃষ্টির জন্য চাষিরা আম এবং সবজি চাষে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। হাওড়াতেও শুরু হয়েছে ঝড়বৃষ্টি। সালকিয়া, শিবপুর, রামরাজাতলা, লিলুয়া, ঘুসুড়ি-সহ নানা জায়গায় ঝড়বৃষ্টি হয়েছে। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

আকাশ এখনও মেঘলা/১৪

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৫: সর্বত্র বরফ, কোত্থাও কেউ নেই, একেবারে গা ছমছম করা পরিবেশ

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা ছিল। বেলা বাড়ার পর তাপমাত্রাড় পারদ অল্প বাড়লেও গরমের তীব্র ততটা ছিল না। দিনের তাপমাত্রার পারদও স্বাভাবিকের থেকে কমই ছিল। বৃহস্পতিবার বৃষ্টির পর শুক্রবারও কলকাতায় আবহাওয়া আরামদায়ক থাকতে পারে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content