
ছবি: প্রতীকী। সংগৃহীত।
কলকাতা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। সপ্তাহভর কলকাতা এবং দক্ষিণবঙ্গের কিছু জেলার জন্য এমনই পূর্বাভাস হাওয়া দফতরের। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে। যদিও এখনই ভ্যাপসা গরম কাটছে না, বলে জানানো হয়েছে। পাশাপাশি এখনই তাপমাত্রার তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। গত এক মাসে পশ্চিমবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। সোমবার থেকে বৃষ্টি শুরু হতে পারে। দক্ষিণের সব জেলায় আগামী শনিবার পর্যন্ত প্রায় প্রতি দিনইবৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার এবং বুধবার বৃষ্টি বেশি হতে পারে।
আরও পড়ুন:

আকাশ এখনও মেঘলা/১১

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯২: শ্রীমার সঙ্গে এক মেমসাহেবের কথোপকথন
সোমবার এবং বুধবার দু’দিন সব জেলায় সতর্কতা জারি করা হয়েছে। মূলত হলুদ সতর্কতা জারি হয়েছে শুধু বৃষ্টি নয়ম সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার, কোথাও আবার ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড় হতে পারে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১০৮: গার্হস্থ্যজীবনে জ্যেষ্ঠ রামচন্দ্রের ভাবমূর্তি, তাঁর দেববিগ্রহে উত্তরণের একটি অন্যতম কারণ?

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৪: মৌটুসি
উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আট জেলায় সপ্তাহভর ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি পরিমাণ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং দমকা হাওয়া বইবে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১০৯: যে-আঁধার আলোর অধিক

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৫৪: রবীন্দ্রনাথের ‘মুকুট’ ত্রিপুরার ইতিহাসাশ্রিত গল্প
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত একই পূর্বাভাস রয়েছে। সোমবারের পর থেকে বৃষ্টি আরও বাড়বে। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত।
আরও পড়ুন:

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৩: আলাস্কার দক্ষিণে রয়েছে সেই মনোরম গ্লেন হাইওয়ে

উত্তম কথাচিত্র, পর্ব-৭০: বিচারক
আবহাওয়া দফতর এও জানিয়েছে, উত্তর বা দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হলেও আগামী পাঁচ দিনে তাপমাত্রার তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৭.২ ডিগ্রি, অর্থাৎ সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৬.৫ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তা-ও প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিকে আগের দিনের চেয়ে শনিবারের তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।