
ছবি: প্রতীকী।
বাংলা জুড়ে কালবৈশাখীর সম্ভাবনা। হ্যাঁ, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া দফতর। কয়েকটি জেলায় শিলাবৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ কিছুটা কমবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার একাধিক জেলায় ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। সেই তালিকায় রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলি জেলা। ঝড়ের বেগ থাকতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। শুক্রবারও এই পাঁচ জেলায় একই পূর্বাভাস রয়েছে। শুক্রবার পূর্ব বর্ধমান এবং হাওড়াতেও ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। সেই সঙ্গে শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৬৮: দুর্গম গিরি কান্তার ‘মরুতীর্থ হিংলাজ’

গল্পবৃক্ষ, পর্ব-২০: সঙ্কল্পজাতক
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনিবার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। সেই তালিকায় রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাতেও। তবে বাকি জেলাগুলিতে হাওয়ার বেগ কিছুটা কম থাকবে।
আরও পড়ুন:

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫০: রোজই দেখি আলাস্কা পর্বতশৃঙ্গের বাঁ দিকের চূড়া থেকে সূর্য উঠতে

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৮৯: উদ্বোধনের ঠাকুরঘরে মা সারদার সঙ্গে স্বামী অরূপানন্দের কথোপকথন
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব ক’টি জেলাতে শুক্রবার এবং শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। হাওয়ার বেগ বেশি হতে পারে মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯২: দুর্গা টুনটুনি

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১০৭: লুকাবো বলি, লুকাবো কোথায়?
পশ্চিমবঙ্গের উপকূলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে। পাশাপাশি বায়ুপ্রবাহ অনুকূল রয়েছে। তাই সারা রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। হাওয়া দফতর মৎস্যজীবীদেরও সতর্ক করেছে। ঝোড়ো হাওয়ার জন্য সমুদ্র উত্তাল হতে পারে। আবহাওয়া দফতর আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৯: বেশি ঘুম শরীরের পক্ষে ভালো?

মহাকাব্যের কথকতা, পর্ব-১০৫: বনবাসে অর্জুনের অসংযত জীবন, আশ্রয়দাতার বিশ্বাসভঙ্গ কি অনুসরণযোগ্য আচরণ?
আগামী কয়েক দিনে ঝড়বৃষ্টির জেরে রাজ্যেরএকাধিক এলাকায় ফসলের ক্ষতি হতে পারে। জল জমলে যাতায়াতে সমস্যা হতে পারে ।
আলিপুর আবহাওয়া দফতর তাই আগে থেকেই এই সম্ভাবনার কথা জানিয়ে সতর্ক করেছে। সেই সঙ্গে বলা হয়েছে, দুর্যোগের সময় যতটা সম্ভব বাড়ির ভিতরে থাকতে।
আলিপুর আবহাওয়া দফতর তাই আগে থেকেই এই সম্ভাবনার কথা জানিয়ে সতর্ক করেছে। সেই সঙ্গে বলা হয়েছে, দুর্যোগের সময় যতটা সম্ভব বাড়ির ভিতরে থাকতে।