রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী

সল্টলেকে কলকাতা বইমেলা চলাকালীন রবিবারেও ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা পাওয়া যাবে। সেই সঙ্গে মেট্রো রেল মেলার দিনগুলিতে প্রতিদিনের ট্রেনের সংখ্যা এবং পরিষেবার সময়ও বাড়াচ্ছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় এখন সোম থেকে শনিবার প্রতিদিন ১০৬টি করে ট্রেন চলাচল করে। আগামী ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মেট্রো রেলের এই বিশেষ পরিষেবা চালু থাকবে বলে জানা গিয়েছে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের মধ্যে সোম থেকে শনিবার দৈনিক আপ এবং ডাউনে ৬০টি করে মোট ১২০টি ট্রেন চলবে। বইমেলার মধ্যে আগামী ৫ এবং ১২ ফেব্রুয়ারি রবিবার পড়েছে। এই দু’টি রবিবারে আপ এবং ডাউন মিলিয়ে মোট ৪০টি করে মোট ৮০টি ট্রেন চালাবে মেট্রো রেল।
আরও পড়ুন:

পর পর দুর্ঘটনা! মোদীর সফরের আগে রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মধ্যপ্রদেশে দুই বিমানে সংঘর্ষ

মাধ্যমিক ২০২৩: ইংরাজি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিলে ভালো ফল করা সম্ভব, তা দেখে নাও একঝলকে

রবিবার দুপুর ১২টা ৫০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা খোলা থাকবে। অন্যান্য দিনে প্রান্তিক স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন ৬টা ৫৫ মিনিটের বদলে ৬টা ৫০ মিনিটে ছাড়বে। আর রাতের শেষ ট্রেন আটটার বদলে ৯টা ৪০ মিনিটে ছাড়বে। অর্থাৎ বইমেলা চলাকালীন সোম থেকে শনিবার সকাল ৬টা ৫০ থেকে রাত ১০টা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
আরও পড়ুন:

জিমে যাওয়ার সময় নেই? সুস্থ থাকার জন্য হাঁটবেন নাকি দৌড়োবেন?

কমবে হতাশা-দুশ্চিন্তা, মন ভালো রাখতে এই ঘরোয়া উপায়গুলি জেনে রাখুন

সপ্তাহের কাজের দিনে ১৪টি ট্রেন বাড়ানো হয়েছে। সেই সঙ্গে রাতে পরিষেবার সময়ও দু’ঘণ্টা বাড়ছে। রাতে শিয়ালদহ থেকে সল্টলেকের উদ্দেশ্যে শেষ ট্রেন রওনা দেবে ৯টা ৩৫ মিনিটে। আর, সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ অভিমুখে রাতের শেষ ট্রেন ছাড়বে ৯টা ৪০ মিনিটে।

Skip to content