
ছবি: প্রতীকী।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর এমনটাই জানিয়েছে। tobe আরও কিছু দিন বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার পর থেকে বাংলায় ফের বাড়বে গরম। চলতি সপ্তাহের শেষের দিকেই গ্রীষ্মের দাপট ফিরতে পারে বলে জানিয়েছে হাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হবে। বৃহস্পতিবারও কোনও কোনও জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। এর পর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে শুকনো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় একই পূর্বাভাস রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সব জেলায় হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। পাশাপাশি ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বুধবারও।
আরও পড়ুন:

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-১৫: আকাশ এখনও মেঘলা

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-৪৮: রান্নার জ্বালানি নারী স্বাধীনতায় হস্তক্ষেপ?
বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং-সহ সব জেলায় ঝড়ের সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। সপ্তাহের বাকি দিনগুলিতেও কিছু এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস আছে। তবে তার পর উত্তরবঙ্গে আবার শুকনো আবহাওয়া ফিরবে বলে হাওয়া দফতরের পূর্বাভাস।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১৫: এ কেমন রঙ্গ জাদু, এ কেমন রঙ্গ…/৩

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৬: মা সারদার প্রথম মন্ত্রশিষ্যা ছিলেন দুর্গাপুরীদেবী
আগামী চার দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। এমনটাই জানিয়েছে হাওয়া দফতর। তার পর থেকে দুই বঙ্গে ক্রমশ পারদ চড়বে। পরবর্তী তিন দিনে রাজ্যের সর্বত্র তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে গুজরাত উপকূল, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অসম, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি, একটি অক্ষরেখা বাংলা থেকে ওড়িশা হয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত গিয়েছে। তার প্রভাবে এখনও কোনও কোনও এলাকায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১১২: প্রশাসক রামচন্দ্রের সাফল্য কী আধুনিক কর্মব্যস্ত জীবনে সফল প্রশাসকদের আলোর দিশা হতে পারে?

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৫: সর্বত্র বরফ, কোত্থাও কেউ নেই, একেবারে গা ছমছম করা পরিবেশ
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই তাপমাত্রা স্বাভাবিক। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ হয়েছিল ৩৪.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম।