বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


বুধবার থেকে শুরু হয়েছে ফোটোগ্রাফার তথাগত ঘোষের প্রদর্শনী ‘সই’-এর। চলবে আগামী ২২ মে পর্যন্ত৷ এটি তথাগতর সপ্তম প্রদর্শনী। ‘সই’তে এবছর অন্তঃপুরবাসিনী দুই নারীর গল্প তুলে ধরেছেন তথাগত। এই চরিত্র দুটিকে যদি ভালোভাবে জানতে হয়, তাহলে আমাদের বেশ কিছুকাল আগে ফিরে যেতে হবে, যেখানে অন্দরমহলই নারীজীবনের সবকিছু বলে মনে করা হত। একে অপরকে কেন্দ্র করে এগিয়ে চলেছে অন্তঃপুরের দুই নাগরিকের জীবনের গল্প। তারা একে অপরের বন্ধু, ‘সই’। মূলত, দুই সইয়ের জীবনের সূক্ষ্ম মুহূর্তই ফুটে উঠেছে এই প্রদর্শনীতে। এই প্রদর্শনীতে ‘সই’ হিসেবে দেখা গিয়েছে অভিনেত্রী অনুষা বিশ্বনাথন এবং মডেল সৌমশ্রী বন্দ্যোপাধ্যায়কে৷ এই প্রদর্শনীর পোশাকের দায়িত্বে রয়েছে নিখিল জৈনের কোম্পানি রঙ্গোলি এবং অলংকারের দায়িত্বে রয়েছে অঞ্জলি জুয়েলার্স।
বুধবার প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যীশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, অরিন্দম শীল, গৌরব চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, অনুপম রায়, মন্ত্রী অরূপ বিশ্বাস সহ আরও অনেকে। তথাগত বলেন, ‘এটি আমার সপ্তম প্রদর্শনী। এতে বেশ কয়েকটি ফ্রেমের মধ্যে দিয়ে দু’জন নারীর জীবনের গল্প তুলে ধরতে চেয়েছি। যারা দু’জন একে অপরের বন্ধু। তাঁদের দুনিয়া একে অপরকে কেন্দ্র করে। কিন্তু হঠাৎই তাঁদের জীবনের কিছু ঘটনায় বদলে যায় তাঁদের জীবনপ্রবাহ। তবে সে পরিবর্তন ঠিক কীরকম আর কীভাবে তা হয়েছে সেটাই এই স্থিরচিত্র প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। আশা করি, এই উপস্থাপনা দর্শকদের ভালো লাগবে। অনুষা এবং সৌমশ্রীর কাজ আমার ভীষণই ভালো লেগেছে। তবে একটা কথা বলতেই হয় যে অঞ্জলি জুয়েলার্স এবং রঙ্গোলির সহায়তা ছাড়া এই স্থিরচিত্র প্রদর্শনী আমি কখনওই সম্পূর্ণ করে উঠতে পারতাম না।’

ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

Skip to content